বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অলিম্পিকে বাংলাদেশ

ভরসা সিদ্দিকুরই

ক্রীড়া প্রতিবেদক

ভরসা সিদ্দিকুরই

ফুটবলের দেশে অলিম্পিক। ব্রাজিলে এবারই প্রথম দুনিয়া কাঁপানো এই গেমস হতে যাচ্ছে। আর কদিন পরই রিওতে পর্দা উঠবে অলিম্পিকের। সব প্রস্তুত, খেলোয়াড়রা আসতে শুরু করেছে। ১৯৫০ ও ২০১৪ সালে ব্রাজিলে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এবার অলিম্পিক, দেশবাসীর ব্যাপক আন্দোলনের পরও পিছু হটেনি ব্রাজিল সরকার। তারাও দুনিয়াকে দেখিতে দিতে চায় অলিম্পিক করার সামর্থ্য তাদের আছে। ব্রাজিল আশা করছে এটি হবে অলিম্পিক ইতিহাসে সেরা আসর।

পদক জেতার সামর্থ্য না থাকুক ১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। অলিম্পিক ঘিরে বাংলাদেশের কলঙ্ক একেবারে কম নয়। গেমসে গিয়ে বেশ কজন ক্রীড়াবিদ দেশে ফেরেননি। এক্ষেত্রে সাংবাদিকের সংখ্যাও একেবারে কম নয়। রিওতে উড়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি, অ্যাথলেট মেজবাহ আহমেদ, শিরিন আক্তার, সাঁতারে   মাহফিজুর রহমান সাগর, সোনিয়া আক্তার, আরচার শ্যামলী রায় ও গলফার সিদ্দিকুর রহমান। এর মধ্যে সিদ্দিকুরই সরাসরি স্বপ্নের অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। কোন দেশ কত পদক জিতবে এর হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ যে পদক শূন্য থাকবে এনিয়ে কোনো সংশয় নেই। সাফ গেমসতো বটেই বাংলাদেশের কমনওয়েল গেমস ও এশিয়ান গেমসে সোনা জিতেছে। অলিম্পিকে পদক জেতাটাই স্বপ্ন থেকে যাচ্ছে। কর্মকর্তারা বলেন, এখানে অভিজ্ঞতাটাই মুখ্য। স্বপ্নের গেমসে বাংলাদেশ খেলতে যাচ্ছে এটাই যথেষ্ট। কিন্তু স্বপ্ন আর কত দিন? অলিম্পিকে কি কখনো পদক জেতা সম্ভব নয়। অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের এতটা করুণ দশা যে হিটে নামতে গিয়েই ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন। এখনো অবস্থা অন্যরা দৌড় শেষ করে ফেললেও বাংলাদেশ অ্যাথলেটরা শুরু করতে পারেনি। এবারে কিছুটা আশার সঞ্চার হয়েছে সিদ্দিকুরকে ঘিরে। দেশ সেরা গলফার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কবার সুনাম কুড়িয়েছেন। অলিম্পিকে চোখ থাকবে নিঃসন্দেহে তার দিকে।

সর্বশেষ খবর