শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ওয়ানডে বলেই আত্মবিশ্বাসী সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে বলেই আত্মবিশ্বাসী সৌম্য

শরীর ফিট রাখতে জিমে ব্যস্ত সৌম্য সরকার —বাংলাদেশ প্রতিদিন

অনেক দিন থেকেই ব্যর্থ মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার। এশিয়া কাপ, বিশ্বকাপ এবং প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের তারকা এই ওপেনার। জাতীয় দলের জার্সিতে টেস্টে তার গড় ২১.৪০, টি-২০তে গড় ১৫.৭৩। কিন্তু ওয়ানডেতে অন্য এক সৌম্য, যার গড় ৪৯.৪২। গত বছর ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর তিনি। কিন্তু ওয়ানডের সৌম্যকে খুঁজে পাওয়া যায়নি টি-২০ ও টেস্টে। তাই নিজের ব্যর্থতার জন্য ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকেই দায়ী করেছেন তিনি।

সৌম্য বলেন, ‘টি-২০ খেলার পরই আমার ছন্দে সমস্যা দেখা দিয়েছে। চেষ্টা করছি এই ফরম্যাটটি নিজের মধ্যে নিতে। কিন্তু আমি নিতে পারিনি। ভুলের সংখ্যাটা বেশি ছিল। এরপর আবার প্রিমিয়ার লিগ শুরু হল। সেখানে খারাপ সময় পেছনে ফেলতে পারিনি। আমার মনে হচ্ছে, টি-২০র কারণেই ছন্দটা হারিয়ে ফেলেছি। ছন্দ ফিরে পাওয়ার জন্য প্রিমিয়ার লিগে স্লো খেলেছি। পরের দিকে আমার স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগের শেষ দিকে ভালো খেলেছি।’

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। সে কারণেই ফর্মে ফেরার আত্মবিশ্বাস পাচ্ছেন সৌম্য। তিনি বলেন, ‘ওয়ানডে বলেই আমি আত্মবিশ্বাসী। সুতরাং  যেভাবে ওয়ানডে পারফরম্যান্স করে আসছিলাম, সেভাবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে পারফরম্যান্স করতে চাই। পারফর্ম ছাড়াতো দলে টিকে থাকা যাবে না।’

ইংল্যান্ড সিরিজ নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সামনের সিরিজ নিয়ে কিছু পরিকল্পনাতো অবশ্যই রয়েছে। অনেক দিন পর আমরা টেস্ট ও ওয়ানডে খেলতে মাঠে নামব। সেটা নিয়েই ভাবছি। আপাতত টি-২০ নিয়ে ভাবছি না। ভবিষ্যতে  চেষ্টা করব তিন ফরম্যাটে নিজেকে প্রমাণ করার।’ ইংল্যান্ড সিরিজের পর দেশের বাইরে অনেকগুলো সিরিজ রয়েছে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলতে হবে। এরপর আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে এক ত্রি-দেশীয় সিরিজ রয়েছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া আরও কয়েকটি সফর রয়েছে। সে সম্পর্কে সৌম্য বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা সবাই জানি নিউজিল্যান্ড, আফ্রিকা, ইংল্যান্ড ওখানে বাউন্সি উইকেটে খেলতে হয়। আমাদের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে অনুশীলন করতে হবে। শুধু তাই নয়, গতিময় বাউন্সি উইকেটে ব্যাটিং বেশিক্ষণ করার অভ্যাস করতে হবে। এভাবে অনুশীলন করতে পারলে, আমার মনে হয় আমরা ভালো করতে পারব। এগুলো নিয়ে যদি আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি তাহলে কোনো সমস্যাই হবে না।’

দেশে এবং দেশের বাইরে খেলার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কন্ডিশন। তবে এটা মেনে নিতেই হবে। তা ছাড়া ক্রিকেটারদের সব জায়গায় সব কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। এসব নিয়ে না ভেবে পারফরম্যান্সের দিকে নজর দিতে চান সৌম্য, ‘দেশে খেলা আর বাইরে খেলার মধ্যে পার্থক্য থাকে। ওদের আবহাওয়া ভিন্ন। যেখানেই খেলা হোক, আমাদেরই খেলতে হবে। কন্ডিশন এবং আবহাওয়া তো আমাদের হাতে নেই। এসব চিন্তা না করে আমরা যদি স্বাভাবিক চিন্তা করি সেক্ষেত্রে একই পারফরম্যান্স পাওয়া যায়।’

ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইমার হিসেবে মিডিয়াম পেস বোলিংও করেন সৌম্য। কিন্তু কিছুদিন থেকে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারায় বোলিংটা সেভাবে করতে পারেননি। তবে বোলিংটা কিছুতেই ছাড়বেন না সৌম্য। তিনি বলেন, ‘না, বোলিং ছাড়বো না। ইনজুরির জন্য বোলিংটা কিছুদিন বন্ধ ছিল। প্রিমিয়ার লিগে বোলিং শুরু করেছি। এখন আমি শতভাগ ফিট, আশা করি সামনে বোলিং করব।’

সর্বশেষ খবর