শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জাতীয় দলে ফেরা হচ্ছে না আশরাফুলের!

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে ফেরা হচ্ছে না আশরাফুলের!

ফেসবুকে আশরাফুলের ফ্যান পেজে লেখা- আর মাত্র ১৫ বাকি। এরপরই ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল! কোথা থেকে ফিরবেন আশরাফুল? ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আগামী ১৩ আগস্ট নিষেধাজ্ঞা ওঠে যাচ্ছে আশরাফুলের। ফিরছেন ফের ক্রিকেটে। কিন্তু নির্মম হলেও সত্য, জাতীয় দলে ফেরার সুযোগ উন্মুক্ত হচ্ছে না তার। তার ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে যাচ্ছে ঠিকই। কিন্তু সেটা কেবল নির্দিষ্ট কিছু জায়গা থেকে। জাতীয় দলে এবং বিপিএলে খেলার সুযোগ পাবেন আরও দুই বছর পর ২০১৮ সালের ১৩ আগস্ট।

বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে ম্যাচ পাতান আশরাফুল। প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৩ আগস্ট প্রাথমিকভাবে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছর করা হয়। সঙ্গে একটা শর্তও জুড়ে দেয়। বিসিবি ও আইসিসির দুর্নীতি বিরোধী কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রামে নিয়মিত অংশ নিলে আরও দুই বছরের সাজা মওকুফ হবে আশরাফুলের। সেই নিয়ম মেনেই নিষেধাজ্ঞা ওঠে যাচ্ছে ১৩ আগস্ট। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনই তিনি খেলতে পারবেন না বিসিবি আয়োজিত সব ধরনের ঘরোয়া ক্রিকেট এবং আইসিসি সদস্য দেশগুলোর প্রথম শ্রেণির ক্রিকেটে। খেলতে পারবেন নিম্নমানের ক্রিকেট টুর্নামেন্টগুলোয়। এ প্রসঙ্গে তার ব্রিটিশ আইনজীবী ইয়াসিন প্যাটেল জানিয়েছেন, ‘আশরাফুল ১৩ আগস্ট থেকে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। কিন্তু তিনি বিপিএল কিংবা জাতীয় দলের হয়ে এখনই খেলতে পারবেন না।’ আশরাফুলের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।

সর্বশেষ খবর