শনিবার, ৩০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ব্যাটিংয়েও দাপট কিউইদের

বুলাওয়ে টেস্ট

ক্রীড়া ডেস্ক

বুলাওয়ে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১৬৪ রানে অলআউট করে দেওয়ার পর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। সেঞ্চুরি করেছেন টম লাথাম। ২০৯ বলে ১২টি বাউন্ডারিতে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই কিউই ওপেনার। কিউইদের ব্যাটিংয়ের শুরুটাই হয়েছে দুর্দান্ত। আগের দিন বিনা উইকেটে ৩০ রান করেছিল দলটি। গতকাল তাদের উদ্বোধনীয় জুটি ভাঙে ৭৯ রানে। মার্টিন গাপটিল ব্যক্তিগত ৪০ রানে আউট হওয়ার পর অধিনায়ক কেন উইলিয়ামের সঙ্গে জুটি গড়েন টম লাথাম। এই দ্বিতীয় উইকেটেই এসেছে ১৫৬ রান। দুটি বড় জুটির পর বুলাওয়ে টেস্টে চালকের আসনে বসেছে সফরকারীরা। তবে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন উইলিয়ামসন। লাথামের সেঞ্চুরি ও অধিনায়কের ৯১ রানের জুটিতে ভর করে রানের পাহাড় গড়তে চলেছে নিউজিল্যান্ড। ৯০ ওভার শেষে নিউজিল্যান্ডের ছিল ৩ উইকেটে ২৮৮ রান।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে কিউই বোলারদের দুরন্তপনায় সুবিধা করতে পারেনি। অলআউট হয়েছিল মাত্র ১৬৪ রানে। সর্বোচ্চ ৪৯ রান এসেছিল ডোনাল্ড তিরিপানোর ব্যাট থেকে। এ ছাড়া ৪২ রান এসেছে মাসভাউরের ব্যাট থেকে। তবে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন তিরিপানো। অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই জিম্বাবুয়ের ব্যাটসম্যান। সঙ্গীর অভাবে অর্ধশতক পূরণ রকতে পারেননি। তবে মাত্র ৭২ রানে ৮ উইকেটের পতন ঘটার পর একটা সময় মনে হচ্ছিল স্বাগতিকরা একশ রান করতে পারবে কিনা! কিন্তু নবম উইকেট জুটিতে মাসভাউরের সঙ্গে তিরিপানোর ৮৫ রানের জুটিতে শেষ পর্যন্ত ১৬৪ রান করে জিম্বাবুয়ে।  কিউই বোলার নেইল ওয়াগনার ৪১ রানে নিয়েছেন ছয় উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন সাউদি ও স্যান্টোনার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর