রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আরামবাগকে হারাল মুক্তিযোদ্ধা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ম্যাচে দুই দলেরই প্রতিপক্ষ ছিল দুটি করে। মাঠের আসল প্রতিপক্ষ দলের পাশাপাশি আরেক প্রতিপক্ষ ছিল প্রচণ্ড দাবদাহ। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাবদাহের কারণে ম্যাচে তিনবার কমপোর্ট বিরতি দেয় রেফারি। মাঠে দুই দল এক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারলেও, পারেনি মাঠে আসল প্রতিপক্ষকে। ফলে ম্যাচে হারেনি কেউ। তবে ব্রাদার্সের বিপক্ষে তুলনামূলক ভাবে ভালো খেলেছে বিজেএমসি। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে বেশি কয়েকটি গোলের সুযোগ নষ্ট হয় বিজেএমসির। তাই ১-১ গোলে সমতা হয় ম্যাচ। প্রচণ্ড গরমের মধ্যেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে টিম বিজেএমসি-ব্রাদার্স। ১১ মিনিট এগিয়ে যাওয়ার সুযোগ আসে বিজেএমসির। স্টাইকার জিকুর মাইনাস থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে পড়েন আরেক স্টাইকার তপু। ব্রাদার্সের গোল রক্ষক উত্তর বড়ুয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তপু। পরের মিনিটে ব্রাদার্সের রক্ষণ শিবিরে ফের আক্রমণ। জিকুর থ্রু পাস থেকে ডি বক্সে বল পেয়ে যান সোহেল রানা। তার নেওয়া জোরালো গ্রাউন্ড শট সাইড বারের পাশ দিয়ে চলে যায়। ১৩ মিনিটে ব্রাদাসের গোলরক্ষক উত্তম বড়ুয়ার ভুলের কারণে এগিয়ে যায় বিজেএমসি। স্টাইকার সোহেল রানার নেওয়া শট পা দিয়ে আটকানোর চেষ্টা করেন উত্তম। কিন্তু পা ফসকে বলটি চলে আসে মুকুলের পায়ে। তিনি এমন সহজ সুযোগ পেয়ে আর ভুল করেননি। তিনি আলত টোকা দিয়ে বলকে জড়িয়ে দেন জালে। উল্লাসে থেমে উঠে টিম বিজেএমসি। তারা এগিয়ে যায় ১-০ গোলে। ২৮ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু এ যাত্রায় দুর্ভাগ্য তাদের সহযোগী হওয়ায় গোল থেকে বঞ্চিত হয় ব্রাদার্স। সংঘবদ্ধ আক্রমণ থেকে বল পেয়ে যান নাইজেরিয়ান স্টাইকার কিংসলে। তার নেওয়া ভলি শট ক্রস বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ব্রাদার্স। প্রথম অংশের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে বিজেএমসির। তপুর ক্রস থেকে বল পেয়ে যান স্টাইকার জিকু। ডি বক্সের মধ্যে গোল কিপারকে একা পেয়েও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল করতে পারেননি জিকু। ১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধেও বিরতিতে যায় বিজেএমসি। প্রচণ্ড গরমের কারণে দুই দলের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েন। তাই ম্যাচের প্রথম অংশেই দুবার কমফোর্ট বিরতি দেন রেফারি জসিম উদ্দিন। বিরতি থেকে ফিরে শুরুতে কিছুটা সময় অগোছালো ফুটবল খেলতে থাকে দুই দল। এলোমেলো ফুটবলের কারণে সংঘবদ্ধ কোনো আক্রমণই করতে পারছিল না কোনো দলই। শেষ মুহূর্তে কিংসলের গোলে ব্রাদার্স পরাজয়ের হাত     থেকে বেঁচে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা ৩-০ গোলে আরামবাগকে পরাজিত করে। বিজয়ীদলের আহমেদ মুসা ২ ও জাবেদ ১টি গোল করেন।

সর্বশেষ খবর