রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুরালি ‘আত্মরক্ষামূলক’ বোলার : জয়াবর্ধনে

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করে ৮০০ উইকেট শিকার করে চূড়ায় বসে আছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। কিন্তু লঙ্কান বোলার নাকি ছিলেন ‘আত্মরক্ষামূলক’ বোলার। এমন মন্তব্যই করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। মুরালি সম্পর্কে মাহেলার এমন মন্তব্যে অনেকেই অবাক। তাহলে ‘আত্মরক্ষামূলক’ হলে একজন বোলার কিভাবে ৮০০ উইকেট শিকার করতে পারেন! মাহেলা বলেন, ‘মুরালি ছিলেন আত্মরক্ষামূলক বোলার। তার মানে এই নয় তার খারাপ ভূমিকা ছিল, যে কোনো পরিস্থিতি খুব ভালোভাবেই সামাল দিতে পারতেন।’ লঙ্কান সাবেক অধিনায়ক বলেন, ‘আমি ছিলাম অন্যরকম অধিনায়ক। আমি সব সময় মুরালিকে দিয়ে আক্রমণ করাতাম। তবে মুরালি নিজ থেকে তখনই আক্রমণে আসতেন যখন দেখতেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে। তখন তিনি সর্বাত্মকভাবে সহযোগিতা করতেন। তবে আমি সব সময় চাইতাম, মুরালিকে আলাদাভাবে ব্যবহার করতে। তার সব মেধাকে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি।

সর্বশেষ খবর