বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আত্মপ্রত্যয়ী আল আমিন

ক্রীড়া প্রতিবেদক

আত্মপ্রত্যয়ী আল আমিন

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটি হবে কিনা এখনো নিশ্চিত নয়! তবে এটা নিশ্চিত সিরিজটি হলেও আর খেলতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে দ্রুত অস্ত্রোপচার করা হবে তার কাঁধে। এজন্য তাকে অন্তত ছয় মাস থাকতে হবে মাঠের বাইরে। ইংল্যান্ড সিরিজে তাকে মিস করবেন সতীর্থরা। তবে মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ ভালো করতে পারবে না এমন কথা বিশ্বাস করেন না পেসার আল আমিন। তিনি বলেন, ‘এক বছর আগে কিন্তু দলে মুস্তাফিজ ছিল না। তারপরেও বাংলাদেশ ভালো করেছে। তাই নতুন যে আসুক সে ভালোই করবে। আমাদের চেষ্টা থাকবে যাতে মুস্তাফিজের অভাবটা বোঝা না যায়। মুস্তাফিজ ছাড়া যে বাংলাদেশ টিম হবে না এমনটা হতে পারে না। একজন খেলোয়াড়ের ইনজুরি হতেই পারে। খারাপ সময় যেতেই পারে। তবে এটা ঠিক, ও না থাকায় আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে।’

মুস্তাফিজের দ্রুত সুস্থতা কামনা করে আল আমিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের বড় এক সম্পদ। মাঠে নামার আগে প্রতিটি দলই ওকে নিয়ে পরিকল্পনা করে কিন্তু সেটা কাজ দেয় না। ও দলে থাকলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। সাকিব ভাই, মুস্তাফিজের মতো ক্রিকেটার মাঠে থাকলে অনেক সুবিধা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে মুস্তাফিজকে আমরা মিস করব। মুস্তাফিজ যত দ্রুত ফিরে আসবে আমাদের জন্য ততই ভালো।’

বাংলাদেশ দলে এখন অনেক পেসার। মুস্তাফিজের ইনজুরি, তাসকিন সাময়িক নিষিদ্ধ তারপরেও দলে সুযোগ পেতে রীতিমতো যুদ্ধই করতে হবে গতি তারকাদের। তবে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন আল আমিন। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। যে যখন সুযোগ পাবে সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আমাকে দলে টিকে থাকতে হলে সেরাটাই দিতে হবে। আমার মনে হয়, এটা পেস বোলারদের জন্য একটা ইতিবাচক চ্যালেঞ্জ।’

উইকেট শিকারের দিক থেকে আল আমিন ওয়ানডেতে যতটা ধারাবাহিক ততটা নন টেস্টে। ১৪ ওয়ানডেতে যেখানে ২১ উইকেট নিয়েছেন সেখানে ৬ টেস্টের ৯ ইনিংসে বোলিং করে পেয়েছেন মাত্র ৬ উইকেট। তবে সুযোগ পেলে এবার টেস্টেও ভালো করার ব্যাপারে প্রত্যয়ী। আল আমিন বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি। আমার বিশ্বাস ওয়ানডেতে যেভাবে ধারাবাহিক পারফর্ম করছি, টেস্টে সুযোগ পেলে সেখানেও ভালো করতে পারব।’ ২০১৫ সালটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম সফল একটি বছর। তারপরেও এ বছর অনেক দিন মাঠের বাইরে বাংলাদেশ দল। অনেক দিন খেলার মধ্যে না থাকলে আগের ছন্দে খেলা কঠিন। এ নিয়ে আক্ষেপ করে আল আমিন বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে গত বিশ্বকাপের পর আমাদের আর কোনো খেলা নেই। প্রতিটি দলই খেলছে। গত এক বছর আমরা যেভাবে পারফর্ম করেছি ধরে রাখাই কঠিন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর