বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এবার বিসিবির শরণাপন্ন ব্রাদার্সের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

এবার বিসিবির শরণাপন্ন ব্রাদার্সের ক্রিকেটাররা

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মতো এবার পাওনা আদায়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শরণাপন্ন হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। গতকাল দুপুরে শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল ও ইমরুল কায়েসসহ দলটির অন্য ক্রিকেটাররা দেখা করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর সঙ্গে।

চুক্তি অনুযায়ী তিন কিস্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার কথা। প্রথম ৩০ ভাগ লিগের শুরুতে, দ্বিতীয় দফায় ৩০ ভাগ সুপার লিগের শুরুতে। শেষের ৪০ ভাগ টাকা দেওয়ার কথা লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে। কিন্তু ব্রাদার্সের ক্রিকেটাররা কেবলমাত্র পেয়েছেন চুক্তির ৩০ ভাগ অর্থ। ক্লাবের এমন আচরণে হতাশ ক্রিকেটাররা। শাহরিয়ার নাফিস বলেন, ‘শতভাগ পেমেন্ট দেওয়ার সময় সীমাও শেষ। কিন্তু আমরা পেয়েছি মাত্র ৩০ ভাগ। আমরা ক্রিকেটাররা এক হয়ে প্রধান নির্বাহীকে বিষয়টি জানালাম। এ বছর বিসিবি এ ব্যাপারে অনেক কঠোর ছিল। তারা আমাদের কথা দিয়েছিল কোনো কারণে ক্লাব বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’

নাফিস ইকবাল বলেন, ‘প্লেয়ার চয়েস এমনিতেই প্লেয়ারদের জন্য ক্ষতি। প্লেয়াররা ইচ্ছা মতো পছন্দের দলে খেলতে পারছে না। তবে এবার অ্যামাউন্টটা ভালো ছিল। বিসিবি সময় নিয়েছে আমাদের বিষয়টির জন্য। দেখা যাক এখন কি হয়।’

ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের অভিযোগ শোনার পর বিসিবির প্রধান নির্বাহীও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর