বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দ্রুতই মুস্তাফিজের অস্ত্রোপচার

মিডিয়ার মুখোমুখি পাপন

ক্রীড়া প্রতিবেদক

দ্রুতই মুস্তাফিজের অস্ত্রোপচার

কোথায় হচ্ছে মুস্তাফিজের অস্ত্রোপচার? বিষয়টি এখনো পরিষ্কার নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ইংল্যান্ড। না হলে অস্ট্রেলিয়া। তবে যেখানেই হোক না কেন দেশ সেরা পেসারের দ্রুত এবং সবচেয়ে ভালো জায়গায় অপারেশন করাতে চাচ্ছে বোর্ড।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। কাটার মাস্টার এখনো ইংল্যান্ডেই রয়েছেন। তাই বিসিবি চাচ্ছে, ইংল্যান্ডেই মুস্তাফিজের অপারেশনটা করানো হোক। সবচেয়ে ভালো জায়গায় যাতে অপারেশন করানো হয় সে ব্যাপারেও সতর্ক বোর্ড।

ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের ক্রিকেটারদের কোথায় চিকিৎসা করানো হয় তা জানতে চেয়েছিল বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুইজন ডাক্তারের কথা বলেছিল। তাদের একজন হচ্ছেন লেনার্ড ফাঙ্ক ও আরেকজন হচ্ছেন অ্যান্ড্রু ওয়ালেস। ইতিমধ্যে ম্যানচেস্টারে গিয়ে ফাঙ্ককে দেখিয়েছেন মুস্তাফিজ।

ফাঙ্কের পরামর্শ মুস্তাফিজকে অপারেশন করাতেই হবে। এর আগেও ইংল্যান্ডে আরেকজন ডাক্তারকে দেখিয়েছেন মুস্তাফিজ তিনিও অস্ত্রোপচারের কথা বলেছেন। তবে ফাঙ্ক ছুটিতে যাওয়ার কারণে ২২ আগস্টের আগে অস্ত্রোপচার করাতে পারবেন না। কিন্তু বিসিবিও বেশি দিন অপেক্ষা করতে চাচ্ছে না। তাই এবার অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হচ্ছেন মুস্তাফিজ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ফাঙ্ক ছুটিতে চলে যাচ্ছেন। ২২ আগস্টের আগে তার পক্ষে অপারেশন করা সম্ভব নয়। কিন্তু আমরা চাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করানো যায়। এখন আমরা ইংল্যান্ডের আরেক ডাক্তার অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে যোগাযোগ করছি। তাকে যেকোনো সময় দেখানো হবে। যদিও সেখানেও দেখি দেরি হচ্ছে, তাহলে আমরা অস্ট্রেলিয়ায় দেখাব। সেক্ষেত্রে এমনও হতে পারে মুস্তাফিজকে দেশে নিয়ে এসে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেব। তবে ওয়ালেসের কাছে এখন হলে আমরা সেখানেই করাব।’

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুস্তাফিজের বিষয়টি ছাড়াও আরও বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। ইংল্যান্ডের বাংলাদেশ সফর, প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের বকেয়া আদায়, বোলিং কোচ ও তাসকিন-সানি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।

ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কি আসবে না তা এখনো নিশ্চিত নয়। তবে নাজমুল হাসানের দাবি, আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসবে ইংল্যান্ডের নিরাপত্তা টিম। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিকিউরিটি প্রস্তাব তাদেরকে পাঠিয়েছি। কিন্তু তারা কোনো ফিটব্যাক দেয়নি। আমরা যতদূর শুনেছি ভারতে ইংল্যান্ডের একটা সিরিজ খেলার কথা। তাই সেখানে তারা একটা নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে। ওই দলটাই বাংলাদেশে আসার কথা।’

প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়ে গেলেও অনেক দুটি ক্লাব এখনো ক্রিকেটারদের পাওয়া পুরোপুরি পরিশোধ করেনি। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘এটা খুবই দুঃখজনক বিষয়। তবে আমি এটুকু বলতে চাই, ক্রিকেটারদের টাকা যদি ক্লাব নাও দেয় বোর্ড দিয়ে দেবে। যদি দেয় তবে তাদের এতো দেরি করা ঠিক হয়নি। বুঝতে পাচ্ছি কেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এ নিয়ে আমরা আর একদিনও দেরি করতে চাই না। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

ইতিমধ্যে নতুন বোলিং কোচের সঙ্গে কথা ফাইনাল করে ফেলেছে বিসিবি। কিন্তু যার সঙ্গে চুক্তি করেছেন তিনি কোন দেশের তার নাম কি কিছুই জানানো হয়নি। এ প্রসঙ্গে বোর্ড প্রধান বলেন, ‘খুশির খবর হচ্ছে, আমরা বোলিং কোচের শর্ট লিস্ট থেকে একজনকে ফাইনাল করে ফেলেছি। কিন্তু কিছু কারণে তার নাম প্রকাশ করতে পাচ্ছি না। তবে এটুকু আশা করছি এ মাসের শেষ সপ্তাহেই তিনি আসবেন।’

বোলিং অ্যাকশনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ তাসকিন ও সানি প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘তাসকিন প্রায় প্রস্তুত। তবে আমি চাই আকিব জাভেদকে দেখানো হোক। কেন সে এ ব্যাপারে অভিজ্ঞ। আমরা তাসকিন-সানির বিষয়ে কোনো ঝুঁকি নেব না। কেন না একবার ফেইল করলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে আবার।’

এক ম্যাচের টেস্টের জন্য বাংলাদেশ দলের ভারত সফর নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হবে ম্যাচটি। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে পাপন বলেন, ‘আমরাও ভয়ে ছিলাম। শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়ায় ভালো লাগছে।’ এছাড়া গতকাল নিরাপত্তা বাড়াতে নিজস্ব একটি শক্তিশালী সিকিউরিটি টিম গঠন করার কথাও জানালেন বোর্ড সভাপতি।

সর্বশেষ খবর