বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিসিবিকে কিছুই জানায়নি ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেট দল আসবে কিনা এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছুই জানায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান হোটেলে জঙ্গি হামলার পর ইসিবি-কে একটা নিরাপত্তা বার্তা পাঠিয়ে দিয়েছে বিসিবি। কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ড এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ ব্যাপারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আমাদের সিকিউরিটি প্রস্তাব তাদেরকে পাঠিয়েছি। কিন্তু তারা কোনো ফিটব্যাক দেয়নি।’ আমরা যতদূর শুনেছি ভারতে ইংল্যান্ডের একটা সিরিজ খেলার কথা। তাই সেখানে তারা একটা নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে। ওই দলটাই বাংলাদেশে আসার কথা।’ এদিকে বাংলাদেশে ফের হামলার শঙ্কা প্রকাশ করে গতকাল ভ্রমণ সতর্কতা দিয়েছে ব্রিটিশ সরকার। সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। এতে বিদেশিরা, বিশেষ করে পশ্চিমারা সরাসরি টার্গেটে পরিণত হতে পারেন। তাই বড় ধরনের জনসমাবেশ হয় এমন সব স্থানে কম যেতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার ঘাটতির বিষয়টিও তুলে ধরা হয়েছে ইউকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে প্রকাশিত ওই সতর্কবার্তায়।

বিসিবির প্রস্তাবে ফিটব্যাক না দেওয়া এবং এই সতর্কবার্তার বিষয়টি থেকেই বোঝা যায় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনেকটাই অনিশ্চিত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ইংল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী। তাদের বিশ্বাস, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে এবং তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে।

সর্বশেষ খবর