শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেলের অভিযোগ লিগ কমিটির কাছে

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে অনুষ্ঠিত পেশাদার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র বিতর্কিত রেফারিংয়ের শিকার হয়েছে। উত্তর বারিধারা বিপক্ষে ভুল পেনাল্টি ও চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গেছে অফসাইড গোলে। বিতর্কিত রেফারিং দেখে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ।

বিতর্কিত রেফারিং নিয়ে শেখ রাসেল লিখিতভাবে অভিযোগ করেছে লিগ কমিটির চেয়ারম্যান বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর কাছে। সালাম গতকাল জানান, আমার কাছে শেখ রাসেল লিখিত অভিযোগ করেছে। শেখ রাসেল দেশের বড় দল এই অভিযোগ আমি গুরুত্বসহকারে দেখছি। রেফারিরা ভুল করতেই পারে। তবে স্বেচ্ছায় যদি কোনো দলকে হারিয়ে দেয় তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের অভিযোগ আমি খতিয়ে দেখছি। দুই ম্যাচের ভিডিও ফুটেজ দেখেছি। চিহ্নিত করার চেষ্টা করছি রেফারি ভুল বাঁশি বাজিয়েছে কিনা। বড় দল থেকে অভিযোগ উঠেছে তাই রেফারির কমিটির চেয়ারম্যানকে বলেছি ম্যাচে রেফারি ভুল-ত্রুটি করছে কিনা তা দেখতে। আবারও বলছি, রেফারির ভুল হতেই পারে। কিন্তু কোনো দলের পক্ষ নিলে ছাড় দেওয়া হবে না। বাইলজে যেভাবে আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। বিতর্কিত রেফারিংয়ে লিগের সৌন্দর্য নষ্ট হবে বাফুফে তা কোনোভাবে মেনে নেবে না।

সর্বশেষ খবর