শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী কেউ জেতেনি

সৈয়দ নোমান, ময়মনসিংহ

শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী কেউ জেতেনি

ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের বল দখলের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ময়মনসিংহ পর্বে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। আর দ্বিতীয়ার্ধে অনেকটা দাপটের সঙ্গেই মাঠ নিয়ন্ত্রণ করে শেখ জামাল। কিন্তু দুর্ভাগ্যক্রমে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকেই। ড্রতে চট্টগ্রাম আবাহনী লাভবান হলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ জামাল। ড্র করে চট্টগ্রাম আবাহনীর মোট পয়েন্ট ৮ ও সমান সংখ্যক ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৬। ম্যাচের শুরু থেকেই মধ্য মাঠকে ঘিরে বল দখলের চেষ্টা চালায়  দুই দল। শেখ জামাল ম্যাচের ২০ মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর আক্রমণে কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই মধ্য মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শেখ জামাল। ম্যাচের ৩৬ মিনিটে চট্টগ্রাম আবাহনী ও ৩৮ মিনিটে দারুণ সুযোগ পায় শেখ জামাল। কিন্তু কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় শেখ জামালের স্ট্রাইকার এমেকা ডার্লিংটনকে ধাক্কা দিয়ে ফেলে দেন চট্টগ্রাম আবাহনীর ইয়ামিন। এ জন্য তাকে দেখতে হয় হলুদ কার্ড।  খেলার ৮৫ মিনিটে শেখ জামাল আবারও দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। ওয়েডসনের একটি কাটব্যাক বলে ফাঁকায় দাঁড়ানো ডার্লিংটন পা ছোঁয়াতে না পারার আফসোস থেকেই গেল। সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরে সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছিল ৪৫ টাকা। আর এ সুযোগে কালোবাজারিতে বিক্রি হয়েছে টিকিট। ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে সবার চোখের সামনেই রাখঢাক না করে এ টিকিট বিক্রি করা হয়েছে। আর কালোবাজারি না হলেও ক্রীড়া সংস্থার লোকজন একইভাবে বাড়তি অর্থ হাতিয়ে নিয়েছেন।

স্টেডিয়াম সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এমনই কালোবাজারি চক্রের তত্পরতা দেখা যায়। হাঁকডাক মেরেই সেখানে এমন প্রতারণা চালাচ্ছিল কয়েকজন। কখনো ভাংতির অজুহাত তুলে কখনো ভিন্ন কৌশলে চক্রটি টিকিট বিক্রি করেছে।

সর্বশেষ খবর