শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হেরাথের হ্যাটট্রিকে দিশাহারা অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

হেরাথের হ্যাটট্রিকে দিশাহারা অস্ট্রেলিয়া

একদিনেই ২১ উইকেটের পতন। তবে গতকাল গল টেস্টে এর চেয়ে বড় ঘটনা ছিল রঙ্গনা হেরাথের হ্যাটট্রিক। নুয়ান জয়সার পর দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হেরাথ। লঙ্কান স্পিনারের দাপুটে বোলিংয়ে দ্বিতীয় দিন শেষেই জয় দেখছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রান করতেই তিন উইকেট হারিয়েছে তারা। এখনো শ্রীলঙ্কার চেয়ে ৩৮৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তাদের হাতে রয়েছে ৭ উইকেট। আগের দিনের ৫৪/২ স্কোর নিয়ে গতকাল ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। হেরাথ ও পেরেরার তোপের মুখে পড়ে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ভোজেস, নেভিল ও স্টার্ককে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন হেরাথ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ২৩৭ রান করে লঙ্কানরা। সর্বোচ্চ ৬৪ রান আসে পেরেরার ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন অসি পেসার মিচেল স্টার্ক। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় যেন ম্লান হয়ে গেল স্টার্কের অর্জন।

সর্বশেষ খবর