শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তৃণমূলে ফুটবলার বাছাই

গাজীপুর প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো তৃণমূল পর্যায়ে গ্রাম, উপজেলা ও জেলায় ফুটবলার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আর এই কার্যক্রম রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী ফুটবলার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগর ও সদর উপজেলার অনূর্ধ্ব ১৫ বছর বয়সের ছেলেদের এনে স্টেডিয়ামে এই বাছাই হয়। বাছাই শেষে ৪০ জন ফুটবলারকে নির্বাচিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার অন্যান্য উপজেলায়ও এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আর এই সম্পূর্ণ কার্যক্রম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

জানা গেছে, দেশের ৬৪ জেলাব্যাপী তৃণমূলভাবে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম ধাপে গাজীপুরসহ ১৫টি জেলায় বাছাইপর্ব শুরু হয়েছে। এর মধ্যে গত ৩০ জুলাই গাজীপুরে শুরু হওয়া এই কার্যক্রমের শেষ হয় সপ্তাহে। আর এই কার্যক্রমের মাধ্যমে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্যমী প্রতিভাবান খেলোয়াড়কে কোচিং দিয়ে ভবিষ্যৎ জাতীয় দল বানানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর