মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কেলমেন্ডির বাজিমাত

ক্রীড়া ডেস্ক

কেলমেন্ডির বাজিমাত

স্বপ্নের অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়ল কসোভো। দেশটির প্রথম ক্রীড়াবিদ হিসেবে সোনা জিতেছেন মাজলিন্ডা কেলমেন্ডি। নারীদের ৫২ কেজি জুডোতে সোনা জিতেছেন তিনি। ২৫ বছর বয়সী কেলমেন্ডি হারান ইতালির ওদোত্ত গিয়ু ফরিডাকে।

অলিম্পিকে অংশ নেওয়া তার প্রথম নয়। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে আলবেনিয়ার হয়ে তিনি অংশ নেন। সেবার তামা জিতেছিলেন। ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করার পর কসোভো ২০১৪ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য পদ লাভ করে। সোনার পদক যখন কেলমেন্ডির গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছিল তিনি চোখে পানি ধরে রাখতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি ভালো করার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু সোনা জিতব তা ভাবতেই পারিনি। দেশকে সোনা উপহার দেওয়ার পর আমি আনন্দিত।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর