মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফের হোঁচট খেল ব্রাজিল

হারের ধাক্কা সামলে জয়ে ফিরল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ফের হোঁচট খেল ব্রাজিল

নেইমার

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ অলিম্পিকে সোনা জিততে পারেনি একবারও। এবার ঘরের মাঠে অলিম্পিক। তাই সোনা জেতার স্বপ্নও দেখতে শুরু করে। এজন্য দেশসেরা ফুটবলার নেইমারকে কোপা আমেরিকা কাপে খেলতে দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু কি লাভ হয়েছে এতে। নেইমারকে নিয়ে ব্রাজিল অলিম্পিকে সোনা জেতার যে স্বপ্ন দেখেছিল, সেটা ভেস্তে যেতে বসেছে। এমনই পারফরম্যান্স ব্রাজিলের, এখন গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পড়েছে দেশটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর অনেকেই ভেবেছিলেন, প্রথম ম্যাচ বলে মানিয়ে নিতে সমস্যা হয়েছে নেইমারদের। কিন্তু গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ব্রাজিল। একই দিন আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়ের রাস্তায় উঠে এসেছে। প্রথম ম্যাচে পর্তুগালের কাছে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে আফ্রিকান প্রতিনিধি আলজেরিয়াকে হারায় ২-১ গোলে।

প্রথম ম্যাচে দুর্বল দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর নেইমার বলেছিলেন, ড্র ম্যাচটি হারের সমান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং এশিয়ান প্রতিনিধি ইরাকের সঙ্গে কোনোভাবেই পেরে উঠেনি। যদিও ১৮ বার শট নিয়েছিল ব্রাজিলিয়ানরা। যার ১৪টিই ছিল বারের বাইরে দিয়ে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকের পর এই প্রথম ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে গোল দিতে ব্যর্থ হলো। এই ড্রয়ের ব্রাজিলের পয়েন্ট ২ ম্যাচে ২। পরের ম্যাচে গ্রুপের শীর্ষ দল ডেনমার্কের বিপক্ষে। ডেনমার্ক এর মধ্যে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। পরের রাউন্ডে খেলতে হলে ব্রাজিলকে পরের ম্যাচে ডেনমার্ককে হারাতেই হবে। ড্র করলেও যাবে। এজন্য ইরাক-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ড্র হতে হবে। সেই ড্রয়ের ওপরই নির্ভর করবে গোল পার্থক্যে কে যাবে পরের রাউন্ডে। যদি ব্রাজিল ড্র করে এবং ইরাক জিতে যায়, তাহলে ইরাক পরের রাউন্ডে খেলবে। এমন জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্রাজিল। অবশ্য ব্রাজিল ও ইরাক যদি শেষ দুটি ম্যাচে জিতে যায়, তাহলে বাদ পড়ে যাবে ডেনমার্ক। টানা দুই ড্রয়ে পথহারা ব্রাজিলের কোচ রোজারিও মিচেল ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে, ‘ফুটবলপাগল ব্রাজিলবাসীর কাছে ক্ষমা চাইছি তাদের মন মতো ফল করতে না পারায়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর