শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রী খোঁজ নিলেন

মুস্তাফিজের অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় করার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে রাত ৮টায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে আধা ঘণ্টার অপারেশনের পর ছয় ঘণ্টা হাসপাতালে ছিলেন কাটার মাস্টার। মুস্তাফিজের দেখাশোনার জন্য বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার সঙ্গে ছিলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মুস্তাফিজের পাশে ছিলেন। এর আগে গতকাল বিকালে ফোন করে মুস্তাফিজের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৫টায় লন্ডনে চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমানকে ফোন করেছিলেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, টেলিফোনে তিনি (প্রধানমন্ত্রী) এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচারের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সে সময় মুস্তাফিজকে সাহস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা মুস্তাফিজকে বলেন, লন্ডনে অবস্থানরত বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপিকে তিনি তার চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীকে এই বাম হাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানান। মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর