শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্র্যাকে নামছেন বোল্ট

ক্রীড়া প্রতিবেদক

ট্র্যাকে নামছেন বোল্ট

সাঁতারে ঝড় তুলেই চলেছেন মাইকেল ফেলপস। রেকর্ড গড়ছেন। আবার ভাঙছেনও সেই রেকর্ড। রিও অলিম্পিক এখন ফেলপসকে নিয়ে ব্যস্ত। ব্যস্ত এখন সাঁতারের রাজাকে নিয়ে। এমন অবস্থা যখন অলিম্পিকের ৩১ নম্বর আসরে, তখনই শুরু হয়ে গেছে গেমসের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাথলেটিক্স। আর অ্যাথলেটিক্সের রাজা উসাইন বোল্ট আজ ট্র্যাকে নামছেন। গেমসের মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকান গতিসম্রাট নামছেন বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৫টায়। অ্যাথলেটিক্সে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুজন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছেন শিরিন আক্তার এবং পুরুষদের ১০০ মিটারে মেজবাহ আহমেদ।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে প্রথম অংশ নেন বোল্ট। প্রথম আসরেই বাজিমাত করেন ১০০ ও ২০০ মিটারে রেকর্ড গড়ে সোনা জিতে। এরপর ৪ গুণীতক ১০০ মিটার রিলেতেও সোনা জেতেন এই গতিদানব। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও বোল্ট সেই ধারাবাহিকতা ধরে রাখেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ও ৪ গুণীতক ১০০ মিটার রিলেতে সোনা জিতে। এবারও তিনি এসেছেন তিন সোনা জয়ের টার্গেটে। যদি স্বপ্ন পূরণ হয়, তাহলে নাম লেখাবেন আরেক গ্রেট অ্যাথলেট কার্ল লুইসের পাশে। লুইস ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস, ১৯৮৮ সিউল অলিম্পিক, ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক ও ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে অংশ নিয়ে মোট নয়টি সোনা জেতেন। তবে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১০০, ২০০ মিটার স্প্রিন্টার, ৪ গুণীতক ১০০ মিটার রিলে ছাড়াও লং জাম্পে সোনা জিতেছিলেন লুইস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর