শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন সিদ্দিকুর

অলিম্পিক গলফের দ্বিতীয় রাউন্ডে উন্নতি করেছেন গলফার সিদ্দিকুর রহমান। গতকাল খেলেছেন পারের এক শট কম। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডটা বিভীষিকাময় হয়নি। প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেছিলেন। দ্বিতীয় রাউন্ডে তা অনেকটাই পুষিয়ে নিয়েছেন। ৭২ পারের খেলায় সিদ্দিকুর কাল ৭১ শট নিয়েছেন। দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৪ শট বেশি খেলেছেন সিদ্দিকুর।

গতকাল প্রথম নয় হোলে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন সিদ্দিকুর। কিন্তু ১০ ও ১১ নং হোলে পর পর দুটি বগি পেয়ে পিছিয়ে পড়েন। তবে ১৪ নং হোলে বার্ডি পেয়ে পারের সমান হয়ে যায়। ১৭তম হোলেও আরেকটি বাডি পেয়ে যান সিদ্দিকুর।

গলফে কৌশলের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক দৃঢ়তা। শেষ দিকে এসে অনেক গলফারই উত্তেজনায় বেশি বাজে খেলে ফেলেন। সিদ্দিকুর রহমানও শেষ মুহূর্তে খারাপ খেলার কারণে বেশ কয়েকটি ট্রফি মিস করেছেন। এই অলিম্পিকের প্রথম রাউন্ডের প্রথম নয় হোলে তো ভালোই খেলে ছিলেন। পারের চেয়ে এক শট কম খেলেছিলেন। একটি বগি খেলেও দুটি বার্ডি পেয়েছিলেন। কিন্তু ব্যাক-নাইন হোলেই হয়ে যায় সর্বনাশ। কোনো বার্ডি তো ছিলই না উল্টো ৫টি বগি খেয়ে তালিকার নিচের দিকে নেমে যান।

প্রথম রাউন্ডের ধাক্কাটাই সিদ্দিকুরকে নামিয়ে দিয়েছে লিডারবোর্ডের তলানিতে। অবশ্য এখানে সিদ্দিকুরের হারানোর কিছু নেই। দেশ সেরা গলফার যাদের সঙ্গে অংশ নিচ্ছেন সবাই তারকা মহাতারকা। তা ছাড়া ব্রাজিলের অচেনা গলফ কোর্সে মানিয়ে নেওয়াও কঠিন। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন দেশসেরা গলফার।

সর্বশেষ খবর