শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় হানিফ মোহাম্মদের তিন সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় হানিফ মোহাম্মদের তিন সেঞ্চুরি

অবসর নিয়েছিলেন কয়েক যুগ আগে। তারপরও ক্রিকেটে হানিফ মোহাম্মদকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান বিশ্বনন্দিত এই কিংবদন্তি ক্রিকেটার। আরও চার ভাই ওয়াজিব মোহাম্মদ, মুস্তাক মোহাম্মদ, সাদিক মোহাম্মদ ও রইস মোহাম্মদও ক্রিকেট খেলতেন। মুস্তাক ও সাদিক মাঠ কাঁপিছেন। কিন্তু হানিফের মতো খ্যাতি কেউ পাননি। ঢাকায় হানিফের পারফরম্যান্স এখনো চোখে ভাসে। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে গড় ৪৩.৯৮, ১২টি সেঞ্চুরিসহ ৩ হাজার ৯১৫ রান করা এই ক্রিকেট কিংবদন্তির পা পড়েছে তৎকালীন ঢাকা স্টেডিয়ামেও। হানিফের কাছে লাকি মাঠ বলেই চিহ্নিত ছিল। ২৮ ভেন্যুতে টেস্ট খেলা হানিফ ঢাকায় খেলেন পাঁচটি ম্যাচ। ৫২-৬৬ গড়ে করেছেন ৪৭৪ রান। তার ১২টি সেঞ্চুরির তিনটি ঢাকাতেই। এর মধ্যে আবার একই টেস্টে দুটি। ১৯৫৫ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ রান ছিল তার। এর চেয়ে বড় অর্জন সাত বছর পর। ১৯৬২ সালে জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকার দুই ইনিংসেই সেঞ্চুরি। পাকিস্তানের পক্ষে টেস্টে জোড়া সেঞ্চুরি ছিল সেটিই প্রথম।

ঢাকায় খেলা প্রথম শ্রেণির ক্রিকেটেও হানিফের রেকর্ড ছিল চোখে পড়ার মতো। ১১ ম্যাচে সেঞ্চুরি আছে ৪টি, হাফ সেঞ্চুরি ৪টি। ৫৫.৮০ গড়ে করেছেন ৮২২ রান। তাই জীবিত থাকা অবস্থায় বিভিন্ন সাক্ষাৎকারে হানিফ মোহাম্মদ ঢাকার মাঠকে নাকি মাঠ বলেই উল্লেখ করেছেন। বলেছিলেন ঢাকায় খেলতে এলে সত্যিই স্বস্তি পেতাম।

সর্বশেষ খবর