বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শার্লট ও তার ঘোড়ার গল্প

ক্রীড়া ডেস্ক

শার্লট ও তার ঘোড়ার গল্প

লন্ডন অলিম্পিকে বাদামি রঙের এক ঘোড়া সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তার নাম ভ্যালেগ্রো। ডাচ ওয়ার্মব্লাড জাতের ঘোড়া। দৃষ্টি আকর্ষণ করেছিলেন শার্লট ডুজার্ডিন। ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসএইজ এবং দলীয় ড্রেসএইজে সোনা জেতেন সেবার শার্লট এবং তার ঘোড়া ভ্যালেগ্রো। রিও অলিম্পিকেও সেই ধারা বজায় রাখল এ জুটি। ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসএইজে সোনা জেতেন ৩১ বছরের ব্রিটিশ তারকা শার্লট। শিগগিরই অবসরে যাবে ভালেগ্রো। তবে বিদায়ের আগে শার্লট ডুজার্ডিনকে দিয়ে গেলেন দারুণ এক উপহার। জার্মানির ইজাবেল ভিয়ার্ট রুপা জিতেও অনন্য রেকর্ড করেছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ইকুয়েস্ট্রিয়ানে ১০টি অলিম্পিক পদক জিতেছেন তিনি। ৩১ বছর বয়সী শার্লট লন্ডনে গত অলিম্পিকে দলীয় ও এককের সোনা জিতেছিলেন। ১৪ বছর বয়সী ভ্যালেগ্রোকে নিয়ে ড্রেসএইজের অসংখ্য রেকর্ড ভেঙেছেন তিনি। ‘আমি আজ খুব আবেগাক্রান্ত। আমি জানি যে আমি তাকে নিয়ে আরেকটা অলিম্পিকে আসছি না। আমি সম্ভবত তাকে নিয়ে আরেকটা বিশ্ব চ্যাম্পিয়শিপেও খেলছি না।’ সোনা জয়ের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করছিলেন শার্লট। তিনি নিজের ঘোড়া ভ্যালেগ্রোকে কিংবদন্তি হিসেবে ঘোষণা করেন। শার্লট আরও আবেগপ্রবণ হয়ে পড়েন যখন তার প্রেমিক ক্যামেরার সামনে ‘এখন তুমি কি আমাকে বিয়ে করবে?’ লেখা ব্যানার দেখান। এ অদ্ভুত বিয়ের প্রস্তাব মেনে নেন শার্লট। অবশ্য আগেও নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার প্রেমিক। তখন বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে ভেবে দেখেননি। কিন্তু এবার আর না করছেন না শার্লট। রিওতে দলীয় ডেসএইজে রুপা জিতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এরই মধ্যে তিনি ব্রিটিশদের কাছে একজন গ্রেট মেয়ে অলিম্পিয়ান হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন। তিনি ছাড়া কেবল সাইক্লিস্ট লরা ট্রটই ব্রিটিশদের হয়ে তিনটা অলিম্পিক সোনা জিতেছেন মেয়েদের ইভেন্টে।

ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসএইজে ঘোড়া নিয়ে কোনো দৌড়ঝাঁপ নেই। জিমন্যাস্টিক্সের ফ্লোর রুটিনের মতো সংগীতের তালে ঘোড়াকে বিভিন্ন কায়দায় পরিচালনা করতে হয়। ইকুয়েস্ট্রিয়ানের অন্য দুটি ইভেন্ট হলো শো জাম্পিং ও ইভেন্টিং।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর