বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রহমতগঞ্জ-আরামবাগ পয়েন্ট ভাগাভাগি

ময়মনসিংহ প্রতিনিধি

গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে যখন রহমতগঞ্জ ও আরামবাগের খেলা চলছিল তখন ৩৩ থেকে ৩৪ ডিগ্রিতে ঘোরাঘুরি করছিল তাপমাত্রা। প্রখর রোদে অনেকটা গতিহীন ছিল ৯০ মিনিটের এ ম্যাচটি। দুই দলের খেলা দেখেই বোঝা যাচ্ছিল হাঁপিয়ে উঠেছেন তারা। ম্যাচের ৫ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাঁ প্রান্ত থেকে সোহেল মিয়ার হেডে সিও জোনাপিও প্রথম গোলটি করেন। এরপর গোল শোধ করতে অনেকটাই মরিয়া হয়ে ওঠে আরামবাগ ক্রীড়া সংঘ। সফলও হয় সাজিদুর রহমান সাজিদ। রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে দারুণ কাটিয়ে এ গোলটি করেন তিনি। এরপর অনেকটা নিষ্প্রভ হয়ে পড়ে রহমতগঞ্জ। মাঠ নিয়ন্ত্রণ নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা। ২১ মিনিটে কর্নার করে আবদুল্লাহ। হেড করে সজীব। গোল পায় আরামবাগ ক্রীড়া সংঘ। এগিয়ে যায় ২-১ এ। তবে ৬৪ মিনিটে মাহবুব হাসান নয়নের প্লেসিং শটে সবুজ-হলুদেরা দ্বিতীয় গোল দিয়ে সমতায় ফেরে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকেই।

সর্বশেষ খবর