শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত বিজয়ীরা

বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন টি-২০ বিশ্বকাপ কুইজ

ক্রীড়া প্রতিবেদক

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত বিজয়ীরা

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঙ্গে আমন্ত্রিত অতিথি ও পুরস্কার বিজয়ীরা —রোহেত রাজীব

‘পুরস্কার আগেও পেয়েছি। কিন্তু কখনো প্রথম পুরস্কার পাইনি। তাই ভীষণ ভালো লাগছে। তবে আরও ভালো লাগত যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকত। ইস্! বিপথগামী তরুণরা যদি বিপথে না গিয়ে এমন ধরনের কুইজে অংশ নিত। তাদের ক্রিকেট জ্ঞানও বৃদ্ধি পেত, মন-মানসিকতাও ভালো থাকত।’— কথাগুলো বলছিলেন মিরপুরের শেখ আজাহার হোসেন। বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন টি-২০ বিশ্বকাপের প্রথম পুরস্কার ‘১২৫ সিসি ওয়ালটন মোটরসাইকেল’ নেওয়ার সময় এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটন টি-২০ বিশ্বকাপ কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুই পর্বের কুইজে প্রথম পর্বের প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন জিতেছেন নোয়াখালীর সোনাইমুড়ীর আলী আহম্মদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মন্জুরুল ইসলাম ও ওয়ালটনের নির্বাহী পরিচালক (জনসংযোগ ও মিডিয়া) হুমায়ুন কবির, বাংলাদেশ প্রতিদিন-এর ‘হেড অব মার্কেটিং’ মো. মাসুদুর রহমান, ‘হেড অব সার্কুলেশন’ মো. বেলাল হোসেন মন্টু, চলচ্চিত্র নায়ক ইমন ও নায়িকা মিষ্টি জান্নাত এবং ওয়ালটনের সিনিয়র অফিসার (জনসংযোগ ও মিডিয়া) মো. পারভেজও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, ‘এমন অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া ও ওয়ালটনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা প্রতিটি ক্রীড়া ইভেন্টকে কেন্দ্র করে এ ধরনের বড় বড় অনুষ্ঠান করব। ওয়ালটনকে ধন্যবাদ। ধন্যবাদ কুইজ বিজয়ীদের।’ তিনি বলেন, ‘গণমানুষের কাগজ বাংলাদেশ প্রতিদিন। খুবই ভালো লাগে, যখন দেখি আমাদের এই পত্রিকা একজন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়েন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সবার আগে পড়েন বাংলাদেশ প্রতিদিন।’

সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘কথায় আছে প্রচারেই প্রসার। এমন অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। এই কুইজ অনুষ্ঠানগুলো শুধুমাত্র ক্রিকেটের উন্নয়নেই কাজ করছে না, পাশাপাশি তৈরি করছে সচেতন ও শিক্ষিত পাঠক-দর্শক।’

নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানে নিজের বক্তৃতার শুরুতে বলেন, ‘গত তিন বছর আমি এই দিনটির জন্যই অপেক্ষা করেছি। এখন খুবই ভালো লাগছে। আমি কঠোর অনুশীলন করছি। আমার বিশ্বাস, আমি আরও ভালো ইনিংস উপহার দিতে পারব।’

সর্বশেষ খবর