বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জিততে মরিয়া শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

টপ ফেবারিট দল। অথচ পেশাদার ফুটবল লিগে এখনো জয়ের মুখ দেখেনি শেখ রাসেল ক্রীড়াচক্র। চট্টগ্রাম পর্বে হার মেনেছে উত্তর বারিধারা, রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ময়মনসিংহে আবার হার মানে ফেনী সকারের কাছে। টিম বিজেএমসির বিপক্ষে অবশ্য ১-১ গোলে ড্র করে। পাঁচ ম্যাচে মূল্যবান ১৪ পয়েন্ট নষ্ট। এমন শক্তিশালী দলের পারফরম্যান্স সত্যিই হতাশ করার মতো। এর মধ্যে আবার বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে বিতর্কিত রেফারিংয়ে হার মানে।  দুর্ভাগ্যও যেন পিছু নিয়েছে। প্রতি ম্যাচে  অসংখ্য গোলের সুযোগ পাচ্ছে। কিন্তু গোল আসছে না। গোল মিসে ম্যাচও মিস হয়ে যাচ্ছে। এরপরও শিরোপা জেতার আশা শেষ হয়ে যায়নি। তবে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ শেখ রাসেলের কাছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল আজ লিগের ৬ষ্ঠ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। শক্তির বিচারে শেখ রাসেলের কাছে মুক্তিযোদ্ধার পাত্তা পাওয়ার কথা নয়। যাকে বলে দুর্বল প্রতিপক্ষ। তবে সে ভাবনা নিয়ে খেললে চলবে না। ম্যাচে জ্বলে উঠতে হবে। সত্যি বলতে কি তারকানির্ভর দল গড়ার পরও শেখ রাসেলকে শেখ রাসেল রূপে দেখা যাচ্ছে না। রক্ষণভাগে বার বার দুর্বলতা ফুটে উঠছে। মধ্যমাঠ থেকে বল জোগান দিলেও আক্রমণভাগের খেলোয়াড়রা কেমন জানি ঝিমিয়ে খেলছে। টোকা মারলেই যেখানে গোল অথচ সেই বল যাচ্ছে জালের বাইরে। অর্থাৎ গতি বলতে যা বোঝায় তা শেখ রাসেলের খেলার মধ্যে দেখা যাচ্ছে না। অঢেল অর্থ খরচ করে বিদেশি ফুটবলার আনা হয়েছে কিন্তু তারাও ম্লান। এ অবস্থা কাটাতে হলে জয়ে ফেরাটা জরুরি হয়ে পড়েছে। জেতার জন্য মরিয়া হয়ে খেলতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর