সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভাঙল মিলনমেলা

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের রিও নগরীতে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক আসর বসেছিল আগস্টের প্রথম সপ্তাহে। সারা দেশ থেকে প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট আর লাখ লাখ দর্শকদের ভিড়ে রোমাঞ্চিত হয়েছিল ব্রাজিলের অলিম্পিক ভিলেজ। সোনা জয়ের আনন্দ আর হারানোর বেদনায় গত কয়েকটা দিন সিক্ত হয়েছে অলিম্পিকের মাঠ। বিশ্ব দেখেছে এ উচ্ছ্বাস আর পাওয়া ও না পাওয়ার কান্না। উসাইন বোল্ট আর মাইকেল ফেল্পসের অসাধারণ রেকর্ডের সাক্ষী হয়ে থাকল রিও ডি জেনিরো। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল অলিম্পিক গেমস। আবার জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়েই ভাঙল সারা দেশের মিলনমেলা। যেখানে সাদা-কালো, ধনী-গরিব দেশের মানুষ একাত্ম হয়ে থেকেছে গত কয়েকটা দিন। জিকা ভাইরাস, দূষিত পানি আর রাজনৈতিক আন্দোলনের যে ভয় করেছিল সবাই তার কিছুই হয়নি রিও অলিম্পিকে। বরং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি রিও অলিম্পিক নিয়ে দারুণ আনন্দিত। শেষ হয়ে গেল রিও অলিম্পিক।  আবার চার বছর পর বিশ্বের এমন মিলনমেলা দেখা যাবে জাপানের টোকিও নগরীতে। সে পর্যন্ত অপেক্ষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর