মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দেশে ফিরলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরলেন মুস্তাফিজ

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান গতকাল ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন। চার সপ্তাহ বিশ্রামের পর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। মাঠে ফিরতে অন্তত ৪-৫ মাস লেগে যেতে পারে। অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না কাটার মাস্টার। সে কারণেই

মুস্তাফিজের কণ্ঠে আক্ষেপ। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে বলেন, ‘খেলতে না পারলে তো খারাপ লাগবেই। তবে আমি ওই সিরিজটা খুব মিস করব। আমার চেষ্টা থাকবে, দ্রুত যেন খেলায় ফিরতে পারি।’

সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে ২০ জুলাই ঢাকা ছাড়েন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে ক্যারিশমাও দেখিয়েছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই কাঁধের ইনজুরিতে পড়ে যান। ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করা হয়।

মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রস্তাবিত চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেস। যিনি ইংলিশ ক্রিকেটারদের ছাড়াও শচিন টেন্ডুলকারকে একবার অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পর ১৭ আগস্ট আবারও ওয়ালেসের শরণাপন্ন্ন্ন হয়েছিলেন মুস্তাফিজ। গত শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শেই গতকাল দেশে ফিরেছেন। নিজের অবস্থা সম্পর্কে কাটার মাস্টার বলেন, ‘এখন অনেক ভালো আছি।’

ইংল্যান্ড সফরটাই যেন মুস্তাফিজের জন্য ‘কুফা’! ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার ইংল্যান্ড সফরে গিয়েও ইনজুরিতে পড়েছিলেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘এ নিয়ে দুবার ইংল্যান্ডে গিয়ে দুবারই চোট পেলাম। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম সফর করেছি তখনো চোট পেয়েছিলাম এবারও পেলাম। সব মিলিয়ে ভালো যায়নি সময়টা।’

অস্ত্রোপচারের চেয়েও মুস্তাফিজের ভয় ছিল ইনজেকশনে! অস্ত্রোপচারের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মুস্তাফিজ জানান, ‘আমার ইনজেকশন নেওয়ার অভ্যাস নেই। সেজন্যই হয়তো সুই দেখলে ভয় লাগে। আমার মনে হচ্ছিল, ইনজেকশন দিলে ব্যথা লাগবে, অস্ত্রোপচার করলে লাগবে না। সবার আগে এটাই জয় করতে হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর