বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভাগ্য জিততে দেয়নি শেখ রাসেলকে

শেখ রাসেল ১ : ১ টাটুং

ক্রীড়া প্রতিবেদক

ভাগ্য জিততে দেয়নি শেখ রাসেলকে

জেতার সুখ কতটা মধুর, সেটা যেন ভুলেই গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কবে শেষ জিতেছিল, আঙ্গুলের কড় গুনে বের করতে হবে দলটিকে। গতকাল জয়ের কাছাকাছি  যেয়েও দুর্ভাগ্যক্রমে ড্র করেছে রেফারির ভুল সিদ্ধান্তে। এএফসি কাপ প্রাক-বাছাইয়ে গতকাল এগিয়ে থেকেও বিতর্কিত পেনাল্টিতে  ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে চাইনিজ তাইপের দল এফসি টাটুংয়ের সঙ্গে। আগামীকাল স্বাগতিক ভুটানের টারটোনের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে। এএফসি কাপের বাছাইপর্বে সুযোগ পেতে স্বাগতিকদের বিপক্ষে জিততে হবে শেখ রাসেলকে। যদি ড্র করে বড় ব্যবধানে তাহলে গোল পার্থক্যে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে দলটির। উল্লেখ্য, প্রথম ম্যাচে টাটুং ও টারটোনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

হিমালয় ঘেঁষা অপরূপ সৌন্দর্য্যের দেশ ভুটান। পাহাড় ঘেরা নগরী থিম্পুতে গতকাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে শেখ রাসেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সকে সঙ্গী করে। প্রিমিয়ার লিগে দলটির পারফরম্যান্স সুখকর নয়। ৬ ম্যাচে পয়েন্ট মাত্র এক এবং হার পাঁচটিতে। তারপরও দলের শক্তি বাড়াতে এএফসি কাপের প্রাক-বাছাই পর্বে জেতার টার্গেটে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী থেকে চারজন অতিথি ফুটবলার নিয়ে খেলতে যায় দলটি। কাল শুরুও করেছিল দুর্দান্তভাবে। ছোট ছোট পাসে প্রতিপক্ষ টাটুংকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। আক্রমণের নহর বইয়ে ৩২ মিনিটে গোলও আদায় করে নেয় শেখ রাসেল। বাঁ প্রান্ত থেকে মিশুর ক্রসে রনি হেড করেন। বল প্রতিপক্ষের গোলরক্ষকের শরীরে লেগে ফিরে আসে। ফাঁকায় দাঁড়ানো ক্যামেরুনের স্ট্রাইকার ইকাঙ্গা ডান পায়ের ভলিতে এগিয়ে নেন শেখ রাসেলকে (১-০)। এই গোলের পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ রাসেল। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় গোল পায়নি দলটি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান জামাল ভুঁইয়ারা। দ্বিতীয়ার্ধে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে টাটুং। কিন্তু শেখ রাসেলের রক্ষণভাগের দৃঢ়তায় গোল পাচ্ছিল না। অবশেষে ৮১ মিনিটে সমতা আনে চাইনিজ তাইপের দলটি। পেনাল্টিতে গোলটি করেন টাটুংয়ের অধিনায়ক হুং শি চাং। পেনাল্টি না দিলেও পারতেন রেফারি। ইয়াসিনের গায়ে লেগে পড়ে যান টাটুংয়ের এক ফুটবলার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রিপ্লেতে দেখা গেছে খেলোয়াড়টির শরীরের ভারসাম্য ছিল না। পেনাল্টি শট নেন চাইনিজ তাইপের ক্লাবটির অধিনায়ক। ডানদিকে ঝাঁপিয়ে গোলরক্ষক প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন বল। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত বল জালে জড়িয়ে যায় (১-১)। গোল শোধের পর শেখ রাসেল মরিয়া হয়ে ওঠে জয়ের জন্য। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। জিততে না পারলেও পরের রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল শেখ রাসেলের। টারটোনের ও টাটুংয়ের গ্রুপের প্রথম ম্যাচটি গোলশূন্য হয়েছিল। গতকাল শেখ রাসেলের সঙ্গে ড্র করায় টাটুংয়ের পয়েন্ট ২ ম্যাচে ২। বিপরীতে শেখ রাসেল যদি ২-২ কিংবা ১-১ গোলেও ড্র করে, তাহলে বেশি গোল দেওয়ায় সুযোগ পাবে পরের রাউন্ডে। আর যদি জিতেই যায়, তাহলে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই জায়গা নিবে পরের রাউন্ডে।

সর্বশেষ খবর