বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঘরে ফিরছে সোনার ছেলে-মেয়েরা

ক্রীড়া ডেস্ক

ঘরে ফিরছে সোনার ছেলে-মেয়েরা

ছেলেদের ৬৮ কেজি তায়কোয়ান্দোতে অলিম্পিক সোনা জয়ী আহমদ আবু গাউসকে স্বাগত জানাতে আম্মানের বিমানবন্দরে ছুটে এসেছেন বৃদ্ধা মা। আবেগতাড়িত আহমদ মাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেই উঠলেন। সোনা জয়ের আনন্দে তখন তার পরিবারের সদস্যদের চোখেও অশ্রুরাশি। চীনের সোনা জয়ী ছেলে-মেয়েরা বেইজিং বিমানবন্দরের লাউঞ্জ পেরিয়ে বাইরে এসেই দেখলেন হাজারও মানুষ তাদের স্বাগত জানানোর জন্য জমা হয়েছে। এর মধ্যে আছেন আত্মীয়জনরাও। এভাবেই রিও অলিম্পিক থেকে আগত সোনা জয়ীদের অভিবাদন জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে প্রায় সব দেশের সোনা জয়ী ছেলে-মেয়েরা নিজ ভূমে ফিরেছে। আবার অনেকেই আছে পথে। তবে দুয়েকদিনের মধ্যেই সবার দেশে ফেরার কথা রয়েছে। এবারের অলিম্পিকে ২০৭টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশ নিয়েছে। অলিম্পিক সোনাগুলো ভাগ করে নিয়েছে ৫৯টি দেশের অ্যাথলেটরা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরাই জিতেছে ৪৬টি সোনার পদক। এছাড়া গ্রেট ব্রিটেন ২৭টি, চীন ২৬টি, রাশিয়া ১৯টি, জার্মানি ১৭টি এবং আগামী অলিম্পিকের আয়োজক দেশ জাপান ১২টি সোনার পদক জিতেছে।

সর্বশেষ খবর