শিরোনাম
শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের লক্ষ্য চূড়ান্ত পর্ব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের লক্ষ্য চূড়ান্ত পর্ব

এএফসি কাপ অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে। প্রথম দিনেই বাংলাদেশ লড়বে ইরানের বিপক্ষে। দুই দল অনুশীলনে ব্যস্ত ছিল —বাংলাদেশ প্রতিদিন

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব আগামীকাল শুরু হচ্ছে। ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইরান, চাইনিজ তাইপে, আরব আমিরাত, কাজাকিস্তান ও সিঙ্গাপুর। শনিবার বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইরানের বিপক্ষে। ২৯ আগস্ট সিঙ্গাপুর, ৩১ আগস্ট কাজাকিস্তান, ৩ সেপ্টেম্বর চাইনিজ তাইপে ও ৫ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে লড়বে কৃষ্ণ রাণীরা। শেষ ম্যাচ সকাল ১১টা ছাড়া বাংলাদেশের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। বাছাইপর্বে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। চার গ্রুপে বিভক্ত হয়ে দেশগুলো লড়বে। প্রতিগ্রুপের চ্যাম্পিয়ন দল ২০১৭ সালে থাইল্যান্ডে চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে। গত আসরের সেরা চার দল উত্তর কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ড সরাসরি মূল পর্বে খেলবে। টুর্নামেন্টে স্বাগতিক থাইল্যান্ড ‘এ’ গ্রুপে বাছাইপর্বে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হলে রানার্সআপ দলও সুযোগ পাবে চূড়ান্ত পর্বে।

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য একটাই চূড়ান্তপর্বে খেলা। এ লক্ষ্যে কৃষ্ণারা পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘গ্রুপে পাঁচ দলের মধ্যে চাইনিজ তাইপেকে শক্তিশালী প্রতিপক্ষ মনে হচ্ছে। তিনি বলেন, প্রথম হওয়াটা অবশ্যই কঠিন। তবে আমরা চেষ্টার ত্রুটি রাখব না। শতভাগ উজাড় করে খেলব। যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে আমরা আশাবাদী। জাতীয় দলের বিরুদ্ধে তিন ম্যাচেই জয় পাওয়ার অধিনায়ক কৃষ্ণা বেশ আত্মবিশ্বাসী। সবাই মনোযোগ সহকারে অনুশীলন করেছে। বড়দের বিপক্ষে ভালো করেছি। যারা আসছে তারা শক্তিশালী। গত আসরে মূল পর্বে উঠতে পারিনি। এবার সে সুযোগ হাতছাড়া করতে চাই না।

সর্বশেষ খবর