শিরোনাম
রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আইসিসির ধন্যবাদ

ক্রীড়া প্রতিবেদক

সব সংশয় ও শঙ্কাকে তুড়ি মেরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ২ টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবেন ইউয়ান মরগানরা। সব বাধা দূর করে সফর করতে রাজি হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকেও। গতকাল আইসিসির প্রধান নির্বাহী স্টেটম্যান্ট দিয়ে দুই দেশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ক্রিকেট এখন বিশ্বব্যাপী খেলা। নিরাপদে খেলা হওয়াই এখন মূল লক্ষ্য।’ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘সিরিজ নির্ধারিত সময়ে মাঠে গড়াতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ইচ্ছাকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিরিজ নিরাপদভাবেই হবে।’ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে রিচার্ডসন বলেন, ‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ আয়োজনে সে দেশের সরকার ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ধন্যবাদ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর