সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর

কৃষ্ণাদের দ্বিতীয় ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর

ওয়ার্মআপে ব্যস্ত বাংলাদেশ মহিলা দল

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজ দ্বিতীয় ম্যাচ। সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সিঙ্গাপুর। বাংলাদেশ প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে। অন্যদিকে সিঙ্গাপুর ২-২ গোলে ড্র করে আরব আমিরাতের বিপক্ষে। শক্তির বিচারে আজকের ম্যাচে ফেবারিট বাংলাদেশ। তারপরও প্রতিপক্ষকে হালকা চোখে দেখছেন না অধিনায়ক কৃষ্ণা রাণী। তিনি বলেন, আমাদের টার্গেট চূড়ান্ত পর্বে খেলা। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচ জিততে হবে। এখানে কাউকে দুর্বল ভাবা যাবে না। সিঙ্গাপুরের বিপক্ষে সতর্ক হয়ে খেলতে হবে।

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ইরানের বিপক্ষে জিতলেও ব্যবধান আরও বড় হতে পারত। দুই দলের পয়েন্ট সমান থাকলে তখন চূড়ান্ত পর্বে উঠতে গোল পার্থক্যের প্রয়োজন পড়বে। গোলের সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে হবে। সিঙ্গাপুর প্রসঙ্গে বলেন, আমার খেলোয়াড়রা ভালোভাবে জেতার যোগ্যতা রাখে। তবে প্রতিপক্ষকে সমীহ করে খেলতে হবে। তাদের দলেও বেশ কজন ভালোমানের খেলোয়াড় রয়েছে। পুরো পয়েন্ট পেতে শুরু থেকেই আমাদের সতর্ক হয়ে লড়তে হবে।

৩১ আগস্ট কাজাকিস্তান, ৩ সেপ্টেম্বর চাইনিজ-তাইপে ও ৫ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে লড়বে আরব আমিরাতের বিপক্ষে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ইরান-কাজাকিস্তান ও বিকাল ৩টায় চাইনিজ তাইপে-আরব আমিরাত মুখোমুখি হবে। ২০১৭ সালে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত পর্ব। ২০টি দলকে বাছাইপর্ব খেলে ফাইনাল রাউন্ডে আসতে হবে। থাইল্যান্ড, চীন, জাপান ও কোরিয়া সরাসরি খেলবে। গতবার বাংলাদেশ বাছাইপর্বে গ্রুপে তৃতীয় হয়েছিল।

সর্বশেষ খবর