সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রিয়াল ম্যানইউর জয়

ক্রীড়া ডেস্ক

মৌসুমের দ্বিতীয় ম্যাচে জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা রিয়াল সুসিদাদকে হারিয়েছিল ৩-০ গোলে। গত শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোহীন রিয়াল সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে। দলের পক্ষে গোল করেন আলভারো মোরাতা ও টনি ক্রুজ। লা লিগায় রিয়াল মাদ্রিদ জিতলেও অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে। লিগ্যানসের মাঠ থেকে গোল শূন্য ড্রয়ের পর এক পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছে রোজি ব্ল্যাঙ্কোসরা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও স্টোক সিটিকে হারানো ওয়েইন রুনি, জ্লাতান ইব্রাহিমোভিচরা শুরু থেকে হাল সিটির মাঠে আধিপত্য বিস্তার করে। তবে জয়ের জন্য একটা গোল পেতে রেড ডেভিলদের অপেক্ষা করতে হয় অতিরিক্ত মিনিট পর্যন্ত। র‌্যাশফোর্ডের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল হোসে মরিনহোর শিষ্যরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে শনিবার বার্নলিকে নিজেদের মাঠে ৩-০ গোলে হারানো চেলসি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি ২-১ গোলে সোয়ানসি সিটিকে ও আর্সেনাল ৩-১ গোলে ওয়াটফোর্ডকে হারায়। লিভারপুল-টটেনহ্যামের মধ্যে দিনের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ইতালিয়ান সিরিএ লিগে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তারা ১-০ গোলে হারিয়েছে লেজিওকে। জয় পেয়েছে নেপোলিও। তারা এসি মিলানকে নিজেদের মাঠে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপোলি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর