মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শেখ রাসেলের নতুন কোচ মানিক

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের নতুন কোচ মানিক

দেশের অন্যতম সেরা ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক শেখ রাসেল ক্রীড়া চক্রের দায়িত্ব পেয়েছেন। চলতি মৌসুমে শক্তিশালী দল গড়ার পরও শেখ রাসেল সুবিধা করতে পারছে না। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছে। পেশাদার লিগেও নাজুক অবস্থা। উত্তর বারিধারা, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, ফেনী সকার ও মুক্তিযোদ্ধার কাছেও হার মানে। শুধু টিম বিজেএমসির সঙ্গে ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। এএফসি কাপ প্লে-অফ বাছাই পর্ব থেকেও ভুটানের কাছে হেরে বিদায় নিয়েছে। গত মৌসুমে কোনো ট্রফি না জেতার পরও চলতি সৌমুমে কোচ হিসেবে মারুফুল হক মারুফকে নিয়োগ দেওয়া হয়। ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল মারুফের প্রশিক্ষণে শেখ রাসেল জ্বলে উঠবে। বাস্তব ছিল পুরোপুরি ভিন্ন। কোচ হিসেবে মারুফ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারকা খেলোয়াড় নিয়েও এমন বিপর্যয় ভাবাই যায় না। মারুফ কোচ হিসেবে ব্যর্থ, তা তিনি এএফসি কাপ খেলে দেশে ফেরার পর নিজেও স্বীকার করেছেন। দায়িত্ব থেকে অব্যাহতিও চান। ব্যর্থতার দায়ভার স্বীকার করায় শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহানের নির্দেশে মারুফকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেখ রাসেল মারুফের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে। গত মৌসুম চলাকালে শেখ জামাল থেকে অব্যাহতি পাওয়ার পরও তাকে নিয়োগ দেয় শেখ রাসেল। চলতি মৌসুমে অন্যান্য দল বিদেশ থেকে কোচ উড়িয়ে আনলেও দেশি কোচকে গুরুত্ব দিয়ে মারুফকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ব্যর্থ কোচ দিয়ে তো আর টিম চালানো যায় না। তাই তাকে সম্মানের সঙ্গে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কোচ হয়েছেন শফিকুল ইসলাম মানিক। তার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। আজ তিনি দলের দায়িত্ব বুঝে নেবেন। কোচ হিসেবে মানিকের ক্যারিয়ার উজ্জ্বল। মুক্তিযোদ্ধা দুবার লিগ, ফেডারেশন কাপ ও ভারতের ম্যাগডোনাস কাপ জেতে তার প্রশিক্ষণে। মোহামেডানকে এনে দিয়েছেন নিটল টাটা ট্রফি। গতবার শেখ কামাল আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হয় মানিকের প্রশিক্ষণে। মূলত দলটা গড়া হয়েছিল শেখ রাসেলের খেলোয়াড় দিয়ে।

নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে— এ ব্যাপারে মানিক বলেন, ‘প্রথমে আমি ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে। তারা আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ‘অতীত আমি ভুলে যেতে চাই। আস্থার প্রতিদান দিতে চাই। আপ্রাণ চেষ্টা করব। আমার বিশ্বাস খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেবেন। ব্যর্থতার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লিগে এখন অনেক ম্যাচ বাকি, আমি তাই বিশ্বাস করি শিরোপা রেসে শেখ রাসেল ফিরে আসবে। অনেক দলের কোচ ছিলাম, কিন্তু এবারের দায়িত্বটা সত্যিই চ্যালেঞ্জের। শেখ রাসেল এখন দেশের সবচেয়ে আলোচিত দল। এ ক্লাবের কোচের দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’

সর্বশেষ খবর