শিরোনাম
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফিরতে আশাবাদী আরাফাত

ক্রীড়া প্রতিবেদক

ফিরতে আশাবাদী আরাফাত

গত সপ্তাহে বাবা মারা গেছেন আরাফাত সানির। মানসিকভাবে খুব ভালো আছেন তা কিন্তু নয়। কিন্তু শক্ত মানসিকতার আরাফাত এখন ভালোই আছেন। প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। তার আগে প্রস্তুতি নিচ্ছেন বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার। ৮ সেপ্টেম্বর ফাস্ট বোলার তাসকিন আহমেদের সঙ্গে ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। বিশ্বকাপ ক্রিকেটে সবগুলো ম্যাচ খেলেননি। টি-২০ বিশ্বকাপে খেলেছেন। তবে সব ম্যাচ নয়। যে কয় ম্যাচ খেলেছিলেন বাঁ হাতি স্পিনার, তাতেই নজর কেড়েছিলেন আলাদাভাবে। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচে তার অ্যাকশন সন্দেহ হওয়ায় রিপোর্ট করা হয়। এরপর চেন্নাইয়ে শ্রীরাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি। এরপর তিনি নিষিদ্ধ হন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিয়মিত। খেলতে খেলতে নতুন অ্যাকশনে নিজেকে মানিয়েও নিয়েছেন। নতুন অ্যাকশনেই তিনি পরীক্ষা দিবেন। পরীক্ষায় উতরে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী আরাফাত, ‘অ্যাকশনে যে সমস্যা ছিল তা নিয়ে কাজ করছি। আমার মূল সমস্যা ছিল পায়ের ল্যান্ডিং নিয়ে। আগে ডান পায়ের ল্যান্ডিংটা সোজা হত। এখন সেটা পাল্টে সমান্তরাল করছি। সমান্তরালে যদি ল্যান্ডিং করতে পারি, তাহলে আমার বিশ্বাস বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে।’ ৩০ বছর বয়স্ক আরাফাত টেস্ট খেলেননি। ১৬টি ওয়ানডে ও ১০টি টি-২০ ম্যাচ খেলা আরাফাতের বোলিং অস্ত্র নিখুঁত লাইন-লেন্থ। ১৬ ওয়ানডেতে উইকেট ২৪টি এবং টি-২০তে উইকেট ১২টি। সাকিব আল হাসান থাকার পরও টাইগারদের নির্ভরতা তার উপর অনেক  বেশি। কিন্তু নিষিদ্ধ হওয়ায় এখন বাইরে। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট চাইছে ইংল্যান্ড সিরিজের আগে তাসকিনের সঙ্গে আরাফাতও মুক্ত হয়ে আসুক। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মরিয়া আরাফাত এতদিন কাজ করেছেন টাইগারদের সাবেক কোচ রুয়ান কালপাগের পরামর্শ অনুসরণ করে। কালপাগের পরামর্শ অনুসরণ করে তিনি কাজ করেছেন নিবিড় মনোযোগে, ‘পুরোপুরি বোলিংয়ে মনোযোগ দিচ্ছি। সমস্যাগুলো উতরাতে কি করতে হবে সেদিকেই মনোযোগ দিয়েছি। নিয়মিত অনুশীলন করছি। বোলিং করছি।’ অ্যাকশন শুধরে জাতীয় দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, আল-আমিন। রাজ ও আল-আমিন পুনরায় সাফল্য পেলেও ছন্দ হারিয়ে ফেলেছেন সোহাগ। এখন তিনি অতীতের ছায়া। এটা ভালো করেই জানেন আরাফাত। জানলেও নিজের বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী বাঁ হাতি স্পিনার, ‘আমি অনেক আত্মবিশ্বাসী। আমি তো একা নই। এর আগে আরও অনেক বোলার নিষিদ্ধ হয়েছেন। আবার ফিরেছেনও। আশা করি, তাদের মতো আমিও ভালোভাবে ফিরবো।’ পরীক্ষা দিবেন নতুন অ্যাকশনে। নতুন অ্যাকশন নিয়ে সন্তুষ্ট তিনি, ‘নতুন বোলিং অ্যাকশন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কোচও তাই বলেছেন। এতদিন একটা অ্যাকশনে বোলিং করছি তাই একটু তো ঘাটতি থাকবেই। নিয়মিত করলে নতুনটাতেও একই রকম সাফল্য পাবো বলে আশা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর