বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন এমিলি

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন এমিলি

মাঠে পেশাদার লিগ। অথচ খেলছেন না দেশসেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্ভরযোগ্য তারকা। ইনজুরির কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে। মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আক্রমণ চালানোর সময় ইনজুরিতে পড়েন। প্রথমে ভেবেছিলেন কিছুই না, অল্পদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। পরবর্তীতে ব্যথা এতটা ভয়াবহ হয়ে উঠে যে আর মাঠে নামাই সম্ভব হয়নি। ফেডারেশন কাপ ও লিগে শেখ রাসেলের ছয় ম্যাচ চলে গেলেও মাঠে এমিলি দর্শক হয়ে বসেছিলেন। এমিলি বললেন ‘একজন ফুটবলারের এর চেয়ে কষ্ট আর কি হতে পারে।’

সুখবর হচ্ছে এমিলি আবার মাঠে ফিরছেন। গতকাল নিজেই জানালেন ‘আল্লার অশেষ রহমতে আমি এখন সুস্থ, ইনজুরি সেরে উঠেছে। আশা রাখি সামনের ম্যাচেই শেখ রাসেলের হয়ে মাঠে নামব।’ ইনজুরি হলেও এমিলি বসে থাকেননি। নিয়মিত ওয়ার্মআপ করে গেছেন। মৌসুমে তারকানির্ভর দল গড়েও মাঠে শেখ রাসেল সুবিধা করতে পারছে না। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে সেমিফাইনাল থেকে বিদায়। লিগেও সংকটাপন্ন অবস্থা, ছয় ম্যাচে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি। উত্তর বারিধারা, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, ফেনী সকার ও মুক্তিযোদ্ধার কাছে হার মেনেছে। শুধুমাত্র টিম বিজেএমসির সঙ্গে ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। দুই ম্যাচে বিতর্কিত রেফারির শিকার হয়েছে। তারপরও ছয় ম্যাচ চলে যাওয়ার পর শেখ রাসেলের মতো দল এক ম্যাচেও জিতবে না তা-কি ভাবা যায়? এমিলি বললেন, ‘সত্যিই হতাশাজনক পারফরম্যান্স যা আমি নিজেও ভাবতে পারছি না। ক্লাব কর্তৃপক্ষ আমাদের কোনো কিছু ঘাটতি রাখেনি। অথচ আমরা কিছু দিতে পারছি না। তবে এখনো ক্যামব্যাক করার সুযোগ আছে। সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। শফিকুল ইসলাম মানিক ভাই কোচের দায়িত্ব নিয়েছেন। উনার প্রশিক্ষণে আগেও আমি খেলেছি। খুবই উঁচুমানের কোচ। কোনো খেলোয়াড়কে কিভাবে খেলাতে হয় তা তিনি ভালোমতো জানেন। অন্যদের চেয়ে তার কৌশল ভিন্ন। অনেক দলকে তিনি উপহার দিয়েছেন ট্রফি। মানিক ভাইয়ে প্রশিক্ষণে ভারত বিখ্যাত ইস্টবেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যার অধিনায়ক ছিলাম আমি। ভালো খেলবোই গ্যারান্টি দেওয়া যায় না। তবে এতটুকু বলবো মানিক ভাইয়ের প্রশিক্ষণে শেখ রাসেলের পারফরম্যান্সের পরিবর্তন আসবে।’

সর্বশেষ খবর