বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তাসকিন-আরাফাতের সঙ্গে থাকবেন হাতুরাসিংহে

ক্রীড়া প্রতিবেদক

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এক সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন দুজনে। বিশ্বকাপ চলাকালীন দুজনে পরীক্ষা দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ে। পরীক্ষা উতরাতে পারেনি দুজনের কেউ। ফলে দুজনে একসঙ্গে নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেটে। দুজনেই ঘরোয়া ক্রিকেট খেলে ঝালাই করে নিয়েছেন নিজেদের। এবার দুজনেই আবার এক সঙ্গে পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া যাবেন দুই ক্রিকেটার এবং পরীক্ষা দিবেন ৮ সেপ্টেম্বর। সাহস জোগাতে দুই ক্রিকেটারের সঙ্গে থাকবেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। ব্রিসবেনে দুই ক্রিকেটারের সঙ্গে উপস্থিত থাকলেও হাতুরাসিংহে ঈদের ছুটিতে শুক্রবার ঢাকা ছাড়ছেন। পরিবার নিয়ে হাতুরাসিংহে থাকেন সিডনিতে।

এর আগে কোনো ক্রিকেটারের সঙ্গে প্রতিনিধি হিসেবে কোচ যাননি। এবারই প্রথম বিসিবি কোচ পাঠাচ্ছেন। তাও আবার হাতুরাসিংহেকে। হাতুরাসিংহেকে পাঠানোর বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কোচ ছুটিতে যাচ্ছেন। সিডনিতে পরিবারের সঙ্গে বেশ কয়েকদিন কাটিয়ে বুধবার তাসকিন-সানির সঙ্গে যোগ দেবেন। দুই ক্রিকেটারকে সাহস জোগাতে একজন অভিভাবক দরকার। আমরা সেসব বিবেচনা করেই হাতুরাসিংহেকে তাদের সঙ্গে দিচ্ছি। কোচ থাকাতে তাদের আত্মবিশ্বাস ওপরে থাকবে।’ ৮ সেপ্টেম্বর পরীক্ষা। তার আগের দিন ৭ সেপ্টেম্বর অনুশীলন করবেন দুই ক্রিকেটার। সেখানে হাতুরাসিংহে তাদের সঙ্গ দিবেন। এই উপস্থিতি দুই ক্রিকেটারকে সাহস জোগাবে বললেন আকরাম, ‘অস্ট্রেলিয়া হাকুরারি পরিচিত জায়গা। তাই কোচ থাকাতে ওরা সুবিধাই পাবে। ইনডোরে অনুশীলন করে ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে ক্রিকেটারদ্বয়ের।’

সর্বশেষ খবর