বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন উদ্যমে শেখ রাসেল

পল এমিলিও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। নতুন কোচ পেয়েছি এখন আমরা নতুন উদ্যমে খেলতে চাই

ক্রীড়া প্রতিবেদক

নতুন উদ্যমে শেখ রাসেল

বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে প্রশিক্ষণের সময় কোচ শফিকুল ইসলাম মানিক শেখ রাসেল ফুটবলারদের ব্রিফ করছেন —রোহেত রাজীব

নতুন কোচ শফিকুল ইসলাম মানিক তার দায়িত্ব শুরু করেছেন। শেখ রাসেল ক্রীড়াচক্রের হেড কোচের নিয়োগ পাওয়ার পর গতকালই তিনি প্রশিক্ষণ শুরু করেন। তারকানির্ভর দল গড়েও মাঠে জ্বলে উঠতে পারছেন না ফুটবলাররা। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে সেমিফাইনালে বিদায় নিয়েছে। নকআউট টুর্নামেন্টে এমন হতেই পারে। কিন্তু পেশাদার লিগে শেখ রাসেলের পারফরম্যান্স দেখে ফুটবলপ্রেমীরা বিস্মিত। ছয় ম্যাচ চলে গোলেও এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি। উত্তর বারিধারা, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, ফেনী সকার ও মুক্তিযোদ্ধার কাছে হার মেনেছে। শুধু মাত্র টিম বিজেএমসির বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। যা শেখ রাসেলের মতো দলের কাছে ভাবাই যায় না। এএফসি কাপ প্লে-অফ বাছাই পর্বে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের টাটুংয়ের সঙ্গে ড্র করে। পরের ম্যাচে ভুটানের টাইটোনসের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেই শেখ রাসেল পরবর্তী রাউন্ডে উঠে যেত। কিন্তু তাও হয়নি, প্রথমার্ধে ৪-১ গোলে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শেখ রাসেল জ্বলে উঠে ৩ গোল শোধও করে। কিন্তু রনির পেনাল্টি মিসে শেখ রাসেলের আশা শেষ হয়ে যায়। দুর্ভাগ্য যেন দেশ পরিচিত দলটিকে পেয়ে বসেছে। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। ব্যর্থতার দায়ভার স্বীকার করায় কোচ মারুফুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশের অন্যতম সফল কোচ মানিক এখন দায়িত্ব নিয়েছেন। ট্রেনার হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক রজনী কান্ত বর্মণ। যার নেতৃত্বে ২০০৩ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়। প্রশিক্ষণে নামার আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসেন মানিক। কারও কোনো সমস্যা আছে কিনা তা জানতে চান। খেলোয়াড়রা তাকে কথা দিয়েছেন অতীতে যা হয়েছে তা ভুলে যেতে চান। সামনের ম্যাচ থেকে নিজেদের উজার করে দেবেন। এমন বিপর্যয়ে খেলোয়াড়দের মনোবল ভেঙে যাওয়ার কথা। অথচ গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে প্রশিক্ষণে খেলোয়াড়দের আত্মবিশ্বাসীই মনে হলো। অভিজ্ঞ ফুটবলার বিপ্লব ভট্টাচার্য বললেন, ক্লাব কর্তৃপক্ষ আমাদের কোনো কিছুই অপূর্ণ রাখেনি। কিন্তু প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট দিতে পারছি না। সবকিছু ভুলে গিয়ে নতুন উদ্যমে মাঠে নামব। আশা করি মাঠে আমরা যোগ্যতার প্রমাণ দিতে পারব।

ইনজুরির কারণে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও কোমল হোসেন মাঠে নামতে পারেননি। অনুশীলনেও তাদের দেখা গেল। আশা করা যাচ্ছে সামনের ম্যাচ থেকে তারা মাঠে নামবেন। এমিলি বললেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিদেশি খেলোয়াড় পল এমিলিও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। নতুন কোচ পেয়েছি এখন আমরা নতুন উদ্যমে খেলতে চাই। কোচ মানিক বলেন, মাত্র শুরু করলাম। ফলাফল যতই হতাশাজনক হোক না কেন আমি বিশ্বাস করি পরিশ্রম করলে চ্যাম্পিয়ন ফাইটে ফেরা সম্ভব। সেমানের খেলোয়াড় শেখ রাসেলে রয়েছে। কিছু ভুলতো ছিল আমি চাইব তা শোধরাতে। পরিশ্রম করলে অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করা সম্ভব। হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে খেলতে হবে। আমার বিশ্বাস ছেলেরা জ্বলে উঠবেই। অনুশীলনে বেশ ক’জন পরিচালকও ছিলেন। তাদের কণ্ঠে একই সুর নতুন উদ্যমে শেখ  রাসেল মাঠে নামবে।

সর্বশেষ খবর