বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওয়ালশই বাংলাদেশের বোলিং কোচ!

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালশই বাংলাদেশের বোলিং কোচ!

বোলিং কোচের নাম ঘোষণা নিয়ে বেশ নাটকীয়তার সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান দিন-তারিখ নির্ধারণ করার পরও নতুন বোলিং কোচের নাম বলেননি। শুধু এটুকু জানিয়েছেন, হাই-প্রোফাইল কেউ-ই হচ্ছেন টাইগারদের বোলিং কোচ। বিসিবি আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করলেও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোটর্নি ওয়ালশই যে মাশরাফিদের বোলিং কোচ হচ্ছেন তা এখন ‘ওপেন-সিক্রেট’! গত টি-২০ বিশ্বকাপের জিম্বাবুইয়ান তারকা হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় বিসিবির। এরপর বোলিং কোচ হিসেবে চুক্তি নবায়ন করেননি তিনি। তখন থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে নামে বিসিবি। লক্ষ্য ছিল হিথ স্ট্রিকের চেয়েও হাই-প্রোফাইল কোচকে নিয়োগ দেওয়া। কোর্টনি ওয়ালশ নিঃসন্দেহে হিথ স্ট্রিকের চেয়ে বড় মাপের বোলার ছিলেন। সাড়ে ছয় ফুট উচ্চতার দীর্ঘ দেহী এই ক্যারিবীয় পেসার তার ক্যারিয়ারে (১৯৮৪-২০০১) ৫১৯ উইকেট (টেস্ট) নিয়েছেন। ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম বোলার হিসেবে পাঁচ শতাধিক উইকেট শিকার করেন। সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডটিও ছিল তার। পরে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন তার রেকর্ডটি ভেঙে দেন।

সর্বশেষ খবর