শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেরে গেল জাপান

ক্রীড়া ডেস্ক

হেরে গেল জাপান

জাপানকে হারানোর উৎসবে মেতে উঠল সংযুক্ত আরব আমিরাত —এএফপি

কেইসুকে হোন্ডার গোলের পরও হেরে গেল জাপান। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চলের ম্যাচে জাপানকে রুখে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আহমদ খলিলের দুই গোলে দারুণ জয়েই এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের চূড়ান্ত ধাপ শুরু করেছে মধ্যপ্রাচ্যের দলটি। ২-১ ব্যবধানে জাপানকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বাছাই পর্বে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়াও। তারা ইরাককে ২-০ গোলে হারিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে গোল দুটি করেছেন ম্যাসিমো এবং টমি। অন্যদিকে চীনকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। চীনের ঝ্যাঙ আত্মঘাতী গোল না করলে কোরিয়ানরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারত না।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে একবারই খেলেছিল সংযুক্ত আরব আমিরাত ১৯৯০ সালে। সেবার পশ্চিম জার্মানি, যুগোস্লাভিয়া আর কলম্বিয়ার সঙ্গে ডি গ্রুপে খেলেছিল তারা। কোনো ম্যাচই জিততে পারেনি। গোল হজম করেছিল ১১টা! এরপর থেকে আর কখনোই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বেশ বিপদেই পড়ে গেল জাপান। চূড়ান্ত পর্বের বি গ্রুপে খেলছে জাপান। এই গ্রুপে অস্ট্রেলিয়া, ইরাক, সৌদি আরব আর থাইল্যান্ডের মতো দল রয়েছে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সরাসরি চূড়ান্ত পর্ব নিশ্চিত করা কঠিন হয়ে যাবে এশিয়ার সেরা দলটির জন্য। অন্যদিকে এ গ্রুপে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক স্থানেই থাকল। কোরিয়ানরা ইরান, উজবেকিস্তান, কাতার ও সিরিয়ার মুখোমুখি হবে। এশিয়ান অঞ্চল থেকে সরাসরি চারটা দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। দুই গ্রুপ থেকে দুইটা করে দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তিন নম্বরে থাকা দুটি দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। এর মধ্যে বিজয়ীরা কনকা কাফ অঞ্চলের চার নম্বর দলের সঙ্গে প্লে-অফ খেলবে। সেখানে বিজয়ী হলেই কেবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর