মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাশরাফিদের ছয়ে ওঠার হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফিদের ছয়ে ওঠার হাতছানি

অনুশীলনে ওয়ালশ ; শনিবার রাতে ঢাকায় আসেন কোর্টনি ওয়ালশ। রবিবার চুক্তির আনুষ্ঠানিকতা সারেন তিনি। গতকাল মাশরাফিদের অনুশীলনে প্রথমবারের মতো যোগ দেন নতুন বোলিং কোচ লিজেন্ডারি পেসার ওয়ালশ। অনুশীলনে মাশরাফির সঙ্গে আলাপে মগ্ন —বাংলাদেশ প্রতিদিন

গত বছর প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাতে উঠে আসে বাংলাদেশ। আরও এগিয়ে যাওয়ার হাতছানি মাশরাফিদের সামনে। সে জন্য দরকার সামনে দুই সিরিজে সাফল্য। আফগানিস্তানের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচই জিতলে এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে কোনো ব্যবধানে জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান মজবুত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার। গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চার সিরিজ জিতেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে, হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে। গত নভেম্বরের পর থেকে ওয়ানডে খেলার সুযোগ পায়নি মাশরাফিরা। সাত নম্বরে আছে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে। ছয়ে থাকা শ্রীলঙ্কা ১ পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে। লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৩ পয়েন্ট।

সর্বশেষ খবর