বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেরেনার আরেকটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক

সেরেনার আরেকটি রেকর্ড

আরও একটি জয়। আরও একটি রেকর্ড। সেরেনা উইলিয়ামস যেন ইতিহাসের এমন স্থানে পৌঁছতে চান যেখানে আর কারও কোনো ঠাঁই নেই। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন তিনি। ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। স্টেফি গ্রাফ আর নাভ্রাতিলোভার পর এবার রজার ফেদেরারকেও ছাড়িয়ে গেলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। গত সোমবার সভেদভাকে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস শেষ আট নিশ্চিত করেছেন। এ জয়ের মধ্য দিয়েই টেনিসের ওপেন যুগে নারী ও পুরুষ মিলিয়ে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জেতার রেকর্ড গড়েন তিনি। তৃতীয় রাউন্ডের জয়ে সুইস তারকা ফেদেরারের সর্বোচ্চ ৩০৭টি ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করেছিলেন মেয়েদের টেনিসে এক নম্বর খেলোয়াড় সেরেনা। আর শেষ ষোলোতে ৩০৮তম জয়ে রেকর্ডটি একার করে নেন ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপাজয়ী এই তারকা। এদিকে মেয়েদের ডাবলসে তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন সানিয়া মির্জা ও বারবারা জুটি।

ইউএস ওপেনে রেকর্ড সাতটি শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সেরেনা দারুণ এ রেকর্ডের পর বলেছেন, ‘এটা একটা ম্যাজিক সংখ্যা। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিই আমি কখনো ভাবিনি যে এতদিন ধরে খেলে যাব। আর আমি কখন থামব তা এখন আমার কাছে স্পষ্ট নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর