বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দ্বি-স্তর ক্রিকেট নিয়ে নমনীয় আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

দ্বি-স্তর ক্রিকেট নিয়ে নমনীয় আইসিসি

অবশেষে দ্বি-স্তরের সিদ্ধান্ত থেকে পিছু হটল আইসিসি। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় দ্বি-স্তর ক্রিকেট নিয়ে কোনো আলোচনায়ই হয়নি। এই পদ্ধতি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। অধিকাংশ ক্রিকেটারই এই পদ্ধতির বিরুদ্ধে। তারপরেও আইসিসি এই পদ্ধতির পক্ষেই ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পক্ষে ছিল না। তবে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডও এই নীতির বিপক্ষে যাওয়ায় দ্বি-স্তর ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বি-স্তর নীতি নিয়ে আইসিসি পিছু হটায় দারুণ খুশি বিসিবি। গতকাল সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এটা খুবই সুখবর আমি বলব। আপনারা জানেন প্রথম থেকেই বাংলাদেশ এটার প্রতিবাদ করে এসেছিল। ভারত আমাদের সঙ্গে ছিল, শ্রীলঙ্কা আমাদের সঙ্গে ছিল। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম। আমরা নিশ্চিত ছিলাম এটা হলে আমাদের জন্য ভালোর কিছু নেই। খারাপই হতে পারে। আমরা প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিলাম। যখন ভারত আমাদের সঙ্গে চলে আসে তখন এটা আরও শক্তিশালী হয়ে যায়। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম এটা হচ্ছে না। আজ অফিসিয়ালি আইসিসি যে জানিয়েছে এটার জন্য সত্যিই আমি খুব আনন্দিত। অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেট আর যাচ্ছে না।’

সর্বশেষ খবর