Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১০
ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ
ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে মেয়েরা দেশকে আনন্দে ভাসালেও পুরুষরা হতাশা থেকে বের হয়ে আসতে পারছে না। ব্যর্থতার রাস্তায় হেঁটেই চলেছে জাতীয় দল। মালদ্বীপের কাছে প্রীতিম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে। যা বাংলাদেশের ফুটবলে বড় লজ্জা বলা যায়। আশা ছিল ঘরের মাঠে এশিয়ান কাপ প্লে-অফ বাছাইপর্বে ভুটানকে হারাবে। অথচ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য ড্র করল। গোলের অসংখ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এই ড্রয়ে দেশের ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। ১০ অক্টোবর থিম্পুতে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই পাতার আরো খবর
up-arrow