শিরোনাম
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাসকিনের পরীক্ষা শেষ

ক্রীড়া প্রতিবেদক

তাসকিনের পরীক্ষা শেষ

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষার সময় তোলা তাসকিনের ছবি —ইন্টারনেট

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন গতি তারকা তাসকিন আহমেদ। গতকাল বাংলাদেশ সময় সকাল আটটায় ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা হয়েছেন। পরীক্ষার পর নিজের ফ্যান পেজে একটি ছবি আপলোড করে তাসকিন স্ট্যাটাসে লিখেছেন, ‘পরীক্ষা শেষ— এখন শুরু ফলাফলের অপেক্ষা। আমার জন্য দোয়া করবেন।’ তাসকিনের সঙ্গে পরীক্ষা দিয়ে গিয়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানিও। তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ হাতুরাসিংহে। তিন সপ্তাহের মধ্যেই পরীক্ষার ফলাফল জানা যাবে।

গত টি-২০ বিশ্বকাপের সময় বোলিং অ্যাকশনের জন্য সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাসকিনের সমস্যা ছিল— বাউন্স দেওয়ার সময় তার হাত ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয়ে যেত। আর আরাফাত সানির ল্যান্ডিংয়ের সময় সমস্যা হতো। তাই দুই বোলারকে বোলিং অ্যাকশনে খুব বেশি পরিবর্তন আনতে হয়নি। দেশ ছাড়ার আগে দুই বোলারই ছিলেন আত্মবিশ্বাসী। এখন সময়ের অপেক্ষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর