শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইংল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। তবে সেই জয়টি টনিক হিসেবে কাজ করেছে পাকিস্তানের। সেই আত্মবিশ্বাস নিয়ে টি-২০ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুই দলের লড়াইয়ে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫। জবাবে ওপেনার শারজিল খানের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। ৯ উইকেটের বড় জয় পেতে দলটিকে খরচ করতে হয়েছে ১৪.৫ ওভার। টানা চার হার ও এক টাইয়ের পর ইংল্যান্ডকে হারাল পাকিস্তান। ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার ১১.১ ওভারে ১০৭ রানের ভিত দেন। শারজিল সাজঘরে ফেরার আগে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৩৬ বলে ৭ চার ও ৩ ছক্কায়। মাত্র একটি ম্যাচ খেলতে আসা লতিফ ৫৯ রানে অপরাজিত থাকেন ৪২ বলে ৮ চার ও ২ ছক্কায়। ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করেন অ্যালেক্স হেলস। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাঁ হাতি ওয়াহাব রিয়াজ।              

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ১৩৫/৭, ২০ ওভার (রয় ২১, হেলস ৩৭, বাটলার ১৬, মর্গ্যান ১৪। ওয়াহাব ৩/১৮, হাসান ২/২৪, ওয়াসিম ২/১৭)।

পাকিস্তান : ১৩৯/১, ১৪.৫ ওভার (শারজিল ৫৯, লতিফ ৫৯*, আজম ১৫*। রশিদ ১/২৯)।

ফল : পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা : ওয়াহাব রিয়াজ

সর্বশেষ খবর