Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৯
তবু উয়েফার কংগ্রেসে প্লাতিনি
ক্রীড়া ডেস্ক
তবু উয়েফার কংগ্রেসে প্লাতিনি

ঘুষ নেওয়ার প্রমাণ মেলায় নিষিদ্ধ রয়েছেন উয়েফার সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। তবু সেই বিতর্কিত ব্যক্তিকেই ডাকা হয়েছে আগামী সপ্তাহে হতে যাওয়া উয়েফা কংগ্রেসে।

যেখানে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে ফরাসি এই কিংবদন্তির উত্তরসূরিকে। যদিও তিনি গণ মাধ্যমের সামনে আসবেন না বলে আভাস পাওয়া গেছে। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের খবর, এই উপস্থিতি নতুন করে বিতর্কে উস্কে দিতে পারে ফিফায়। ২০১১ সালে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের কাছ থেকে ২ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক নিয়েছিলেন প্লাতিনি। ফিফার তথ্য মতে এত বিশাল অঙ্কের অর্থ গ্রহণ নৈতিকতা বিরোধী। আর এ কারণে দুজনকেই ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্লাতিনি আপিল করেছিলেন সর্বোচ্চ আদালতে। যদিও তা খারিজ হয়ে যায়। তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর কমিয়ে চার বছরে আনা হয়।

up-arrow