শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কৃষ্ণাদের প্রত্যেককে ১ লাখ টাকা দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

কৃষ্ণাদের প্রত্যেককে ১ লাখ টাকা দেবে বিসিবি

এক সময় ভুটানকে বলে-কয়ে হারাত বাংলাদেশ। এখন সেই ভুটানের বিপক্ষে জয় ছিনিয়ে আনার চিন্তা করতে হয়! কোথায় এসে থেমেছে বাংলাদেশের ফুটবলের মান। পুরুষ ফুটবলারদের মানের যখন এমন অধঃগতি, তখন ফুটবলপ্রেমীদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন কৃষ্ণা রানী, সানজিদারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলাররা দিনকয় আগে ইতিহাস লিখেছেন। লাল-সবুজ পতাকাকে এশিয়ার শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন। অসাধারণ ফুটবলশৈলী প্রদর্শন করে মহিলা ফুটবলাররা এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। পেছনে ফেলেছে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইরান ও চাইনিজ তাইপেকে। এখন কৃষ্ণারা এশিয়ার সেরা ৮ দলের একটি। মহিলা ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলারকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার দিতে যাচ্ছে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন তাই জানিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-১৬ কাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইরানকে ৩-০ গোলে হারিয়ে আসরে যাত্রা করেন কৃষ্ণারা। পরের ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০, তাজিকিস্তানকে ১০-০, চাইনিজ তাইপেকে ৪-২ এবং সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে পরাজিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পাঁচ ম্যাচে ২৬ গোলের বিপক্ষে খেয়েছে মাত্র দুটি। এমন নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেন সিইও, ‘বোর্ড সভাপতি ফুটবলারদের পারফরম্যান্সে মুগ্ধ। তাই প্রত্যেককে এক লাখ করে দিতে চাইছেন।’ বিসিবি এর আগে সাফ গেমসে সোনাজয়ী প্রত্যেককে ৫ লাখ টাকা করে পুরস্কার দিয়েছেন। এর আগে বাংলাদেশ হকির বিদেশি কোচকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিল বিসিবি। দেশকে সম্মান এনে দেওয়া সানজিদাদের এর মধ্যেই ময়মনসিংহের ধোবাওড়াতে যাওয়ার পথে পথযাত্রীরা বিরক্ত করে। তাতে বিড়ম্বনায় পড়ে ফুটবলাররা। এমন ঘটনায় তোলপাড় গোটা দেশ। গতকাল ময়মনিসংহে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সর্বশেষ খবর