শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মরিনহো-গার্ডিওলা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

মরিনহো-গার্ডিওলা মুখোমুখি

মরিনহো - গার্ডিওলা

এমনিতেই ম্যানচেস্টার ডার্বিতে উত্তেজনার পারদ আকাশচুম্বী। তার ওপর যোগ হয়েছে পেপ গার্ডিওলা আর হোসে মরিনহোর সেই পুরনো দ্বন্দ্ব। ভক্তদের জন্য দারুণ একটা ম্যাচই হতে যাচ্ছে আজ ওল্ড ট্র্যাফোর্ডে। এক সময় এল ক্ল্যাসিকোতে দুই কোচের লড়াই বেশ উপভোগ করেছেন ভক্তরা। বার্সা-রিয়ালের লড়াইয়ের মধ্যে এখনো গার্ডিওলা-মরিনহোর প্রভাব খুঁজে বেড়ান অনেকে। তবে শেষ পর্যন্ত আরও একবার একই মোহনায় এসে দাঁড়িয়েছেন দুজন। ম্যানসিটির গুরু পেপ গার্ডিওলা। ম্যানইউতে আছেন হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম আগুন লড়াইটা উপভোগ করতে যাচ্ছেন ভক্তরা। এক সময় হোসে মরিনহোর বেশ ক্ষোভ ছিল পেপ গার্ডিওলার ওপর। অনেক সমালোচনাই করেছেন তিনি। তবে গার্ডিওলা বরাবরই ছিলেন নীরব। বরং প্রতিপক্ষ সম্পর্কে সজাগ দৃষ্টি রেখে চলেছেন তিনি। আজকের ম্যাচ নিয়ে অবশ্য দুই কোচই বেশ সতর্কতা অবলম্বন করছেন।  লিগে প্রথম তিনটা ম্যাচই জিতেছে দুই দল। আজকে ডার্বি জিতে এগিয়ে যাওয়ার পালা। মৌসুমের শুরুতেই কে এগিয়ে যাবেন লিগের পয়েন্ট তালিকায়! বর্তমানে তিন ম্যাচ করে খেলে পূর্ণ ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ম্যানসিটি শীর্ষে, চেলসি দুই নম্বরে এবং ম্যানইউ তিনে অবস্থান করছে। আজ ম্যানচেস্টার ডার্বি জিতলে ম্যানসিটি অথবা ম্যানইউ এককভাবে শীর্ষে চলে যেতে পারে। এদিকে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ দারুণ একটা রেকর্ডই করতে চলেছেন। ইউরোপের বেশিরভাগ ডার্বিতেই তিনি ছিলেন। বার্সেলোনার হয়ে খেলেছেন এল ক্ল্যাসিকো। মিলান ডার্বি খেলেছেন। নেদারল্যান্ডের বিখ্যাত লড়াই আয়াক্স-ফেনর্ডেও ছিলেন তিনি। ফ্রান্সে খেলেছেন পিএসজি-মার্সেই ম্যাচ। ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি প্রায় সবগুলোতেই খেলেছি। বাকি ছিল কেবল এটা (ম্যানচেস্টার ডার্বি)।’ ইব্রাহিমোভিচের এই আক্ষেপটাও দূর হচ্ছে। ম্যানচেস্টার ডার্বি ঘিরে পুরো শহরই মেতে আছে চরম উন্মাদনায়।

সর্বশেষ খবর