শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএলে ফিরছে রাজশাহী খুলনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলের সংখ্যা বাড়ছে। ফের বিপিএলে ফিরছে রাজশাহী ও খুলনা। ফলে নভেম্বরে মাঠে গড়ানো চতুর্থ আসর হতে পারে আট দলের। এ ছাড়া বিসিবি সিলেট ফ্র্যাঞ্চাইজিন জন্য নতুন মালিকানা খুঁজছে। বৃহস্পতিবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানান শেখ সোহেল, ‘বিপিএলের পরের আসরে আগেরগুলোর সঙ্গে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যোগ হচ্ছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কিনছে রেনেসাঁ গ্রুপ এবং জেমকন গ্রুপ নিচ্ছে খুলনা ফ্র্যাঞ্চাইজি। সিলেটের জন্য নতুন মালিকানাও খুঁজছি।’ উল্লেখ্য, বকেয়া পাওনা পরিশোধ না করায় সিলেট সুপার স্টার্সের ফ্র্যাঞ্চাইজি আলিফ গ্রুপের মালিকানা বাতিল করেছে বিসিবি। বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল দুরন্ত রাজশাহী ও খুলনা রয়্যাল বেঙ্গলস। নানা বিতর্কে জড়িত থাকায় তৃতীয় আসরে খেলতে পারেনি। সে জায়গায় নাম লেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সর্বশেষ খবর