একদিন পরই পবিত্র ঈদ উল আজহা। ঈদ পালন করতে ঢাকা শহর ছেড়ে প্রায় অর্ধ কোটি নাগরিক এখন দেশের বিভিন্ন্ন অঞ্চলে। তাদের সঙ্গে শরিক হয়েছেন ক্রিকেটার মাশরাফি, মুশফিক, ফুটবলার জাহিদরা। ক্রীড়াবিদরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে নাড়ীর টানে ফিরে গেছেন শহর ছেড়ে দূর দুরান্তে। সেখানে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে পালন করবেন।
টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ঈদ করবেন নড়াইলে। পরিবার নিয়ে চলেও গেছেন। মুশফিকুর রহিমের ঈদ করার কথা বগুড়ায় বাবা-মার সঙ্গে। পরিবারের সঙ্গে ঈদ করতে ইমরুল কায়েস এখন মেহেরপুরে। তিনি যাওয়ার আগেই কোরবানির গরু কেনা হয়েছে। সকালে নামাজ পড়বেন ভাইদের সঙ্গে। এরপর কোরবানির সময় পাশে থাকবেন। বিকালে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আল আমিন ঈদ করবেন ঝিনাইদহে। গরু কেনা হয়েছে। প্রতি বছরই ঈদ করেন বাবা-মার সঙ্গে। প্রতি বছরের মতোই আল আমিন ঈদ পালন করেন পরিবারের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান। বাড়ির সামনে ঈদের জামাত পড়বেন। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন। ঈদ শেষ করে ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন এবং যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে। আফগানিস্তান সিরিজটাকে গুরুত্ব দিচ্ছেন আল আমিন। এখানে পারফরম্যান্স করে ইংল্যান্ড সিরিজে জায়গা নিতে চাইছেন। সাব্বির রহমান রুম্মন দিন দুই আগে রাজশাহী গেছেন। সেখানে মা ও পরিবারের সঙ্গে ঈদ করবেন। বরাবরের মতো এবারও নিজে হাটে গিয়ে গরু কিনেছেন। কোরবানির সময় উপস্থিত থাকবেন। গরু কাটবেন। এরপর বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন।
১৮ সেপ্টেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প। ঈদ শেষ করে ঢাকায় ফিরবেন ১৬ সেপ্টেম্বর। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে ভালো খেলার জন্য দেশবাসীর দোওয়া চেয়েছেন সাব্বির। টাইগার ওপেনার এনামুল হক বিজয় বরাবরের মতো ঈদ করবেন কুষ্টিয়ায় পরিবারের সঙ্গে। গতকাল নিজে হাটে গিয়ে গরু কিনেছেন এনামুল। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের জামাত আদায় করবেন। বাবার ক্যান্সার। তাই মন ভালো নেই জাতীয় দলের মিডফিল্ডার জাহিদ হোসেনের। কেমো চলছে বাবার। আরও একটি কেমো চলবে। ঈদ করবেন বাবা-মা, ভাই-বোন সবাইকে নিয়ে টাঙ্গাইলে। সকালে কোরবানির সময় উপস্থিত থাকবেন। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন। ১৫ তারিখ ঢাকায় ফিরে দলের সঙ্গে যোগ দিবেন। জাতীয় দলের আরেক ফুটবলার মাজহারুল ইসলাম হিমেল এবার স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জে মা, ভাই-বোনের সঙ্গে ঈদ করবেন। রায়হান হাসান ঈদ করবেন টাঙ্গাইলে। দিদারুল আলম প্রথম জাতীয় দলে খেলেছেন। সেই আনন্দ নিয়ে কক্সবাজারের রামুতে পরিবারের সঙ্গে ঈদ করবেন।